নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: বুধবার সন্ধ্যায় হাওড়া স্টেশন চত্বরে অ্যাপ নির্ভর ওলা উবের চালককে সিভিক পুলিশের মারধরের ঘটনায় উত্তাল হয়ে উঠল হাওড়া স্টেশন চত্ত্বর। ওই ঘটনার পর হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে ওলা উবের চালকরা পুলিশি জুলুমের প্রতিবাদে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের নেতৃত্ব দেয় সিটু। পুলিশ সিটু নেতাকেও মারধর করে বলে অভিযোগ। পুলিশের লাঠির ঘায়ে আহতকে হাওড়া জেলা হাসপাতালে আনা হয়। এরপর থেকেই এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সিভিক পুলিশ কেন অ্যাপ গাড়ির চালককে মারধর করায় তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে অবরোধ চলছে। এর জেরে হাওড়া স্টেশনে ট্রেনে আসা নিত্যযাত্রীরা অ্যাপ নির্ভর গাড়ি না পেয়ে অসুবিধার মধ্যে পড়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct