সম্প্রীতি মোল্লা, আসানসোল, আপনজন: অসুস্থতার জন্য জামিন মঞ্জুর নয়, ফের জেলেতেই থাকতে হচ্ছে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল কে। বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সিবিআই এজলাসে উঠে গরু পাচার মামলা। এদিন ধৃত অনুব্রত মন্ডল এর ফের খারিজ হয় জামিনের আর্জি । গরু পাচার মামলায় ১৪ দিনের জেল হেফাজতে থাকতে হবে অনুব্রত মণ্ডল কে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আসানসোলের বিশেষ সংশোধনাগারেই থাকতে হবে তাঁকে। ১৪ দিনের জেল হেফাজত শেষে বুধবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল অনুব্রত কে । এদিন সিবিআই এজলাসে অনুব্রতর আইনজীবী তাঁর জামিনের আবেদন করেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যেকোনও শর্তে জামিনের আবেদন জানান ধৃতের আইনজীবী।
এজলাসে অনুব্রতের আইনজীবী বলেন,- ‘বিনয় মিশ্র, এনামুল হকের সঙ্গে অনুব্রতর সরাসরি যোগাযোগ পাওয়া যায়নি। তিনি কোনওভাবে গরু পাচারে যুক্ত নন।’ তবে এদিন জামিনের আবেদনে কড়া বিরোধিতা করেন সিবিআই আইনজীবীরা। শারীরিক অসুস্থতার যুক্তিকে কার্যত উড়িয়ে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবীরা। ফের ‘প্রভাবশালী’ তত্ত্বের কথা উল্লেখ করে ফের জেল হেফাজতের পক্ষেই সওয়াল করেন সিবিআই আইনজীবীরা। আদালতে সিবিআইয়ের আইনজীবীরা বলেন, ‘অনুব্রত এতটাই প্রভাবশালী যে তিনি শুল্ক, বিএসএফ আধিকারিকদেরও প্রভাবিত করেছেন। তাই অনুব্রতকে এই মুহূর্তে জামিনে মুক্তি দিলে তদন্তে তার প্রভাব পড়তে পারে।’অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গেছে বলে জানায় সিবিআই । ইতিমধ্যেই বেশ কিছু নথি-সহ মণীশ কোঠারিকে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই। সেই অনুযায়ী গরু পাচার মামলায় সিবিআই জেরার মুখোমুখিও হন তিনি। সম্পত্তি সংক্রান্ত আরও তথ্যের জন্য অনুব্রতকে আরও জেরার প্রয়োজনীয়তা রয়েছে বলেই দাবি সিবিআইয়ের। সওয়াল জবাব শেষে অনুব্রতর জামিনের আবেদন খারিজ করে দেয় আসানসোল বিশেষ সিবিআই এজলাস । তৃতীয় পর্যায়ে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন সিবিআই এজলাসের বিচারক রাজেশ চক্রবর্তী। আগামী ২১ সেপ্টেম্বর ফের আদালতে তোলা হবে অনুব্রতকে।প্রসঙ্গত , গত ১১ আগস্ট বীরভূমের বোলপুরে বাড়ি ঘিরে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করে থাকে সিবিআই। অনুব্রতর প্রয়াত স্ত্রী এবং মেয়ের নামে বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গেছে বলে দাবি সিবিআইয়ের । সিবিআইয়ের নজরে রয়েছে বিঘা বিঘা জমি, চালকল গুলি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct