বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গেলে শুরুতেই বলতে হয়, লম্বা সময় ধরে কোভিড ভুগিয়েছে আমাদের। ক্ষুদ্রকায় এ ভাইরাসের সঙ্গে লড়তে গিয়ে নাকাল হয়ে ওঠে বিশ্বের প্রতিটি মানুষ। সর্বত্রই দুর্দশার চিত্র দৃশ্যমান এখনও। আমার মতে, এ সকল পুরোনো দুঃসংবাদের মধ্যে কিছু ভালো খবর আছে। কোভিড প্রশ্নে আজকের দিনে স্বস্তির বিষয় হলো এই যে, ‘অবস্থা এখন অনেকটাই উত্তরণের পথে’। তবুও এখন মানুষের মন থেকে আতঙ্ক দূর হয়নি। এ নিয়ে লিখেছেন ড্যানি অল্টম্যান। আজ শেষ কিস্তি।
বিভিন্ন সহকর্মীর কাছ থেকে জেনেছি, গত মাসে বায়োমার্কারের মতো একটি গবেষণা নিয়ে কাজ করেছেন তারা। তারা যে বায়োমার্কার নিয়ে কাজ করেছেন তা লং কোভিডের জন্য একটি সম্পূর্ণ ডায়গনিস্টিক পরীক্ষা নয় যদিও, তবে এ গবেষণা রিপোর্টের মাধ্যমে এই বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে যে, এর লক্ষণগুলোর পেছনে ঠিক কী কী বিষয় কাজ করে। এর ফলে আমাদের জ্ঞান প্রসারিত হতে পারে। একই সঙ্গে লং কোভিডের চিকিত্সার ক্ষেত্রে একটি গাইডলাইন পাওয়া যাবে। সুসংবাদের এই ঝলকের পরও এ কথার পুনরাবৃত্তি করতে হয় যে, অনাকাঙ্ক্ষিত হতাশার উত্স হয়ে চলেছে লং কোভিড। বিশেষ করে সেই ‘প্রথম ঢেউ (যখন প্রথমবার করোনা ভাইরাস সনাক্ত হলো)’ প্রায় তিন বছর ধরে বয়ে চলেলেও পুরোপুরি নিষ্কৃতি মেলেনি এর হাত থেকে। লং কোভিড একটি বড় ধরনের বাস্তব ঝুঁঁকিই রয়ে গেছে এখনও। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি এড়ানোর সর্বোত্তম উপায় হলো সংক্রামিত হওয়া (বা পুনরায় সংক্রমিত হওয়া) এড়ানো। টিকা প্রয়োগের পর বুস্টার ডোজের কোর্স চলছে বিভিন্ন দেশে। এই পরিপ্রেক্ষিতে বলতে হয়, বেশিরভাগ ব্যক্তির অ্যান্টিবডি স্তরগুলো বেসলাইনে (কমে গেছে) এসে দাঁড়িয়েছে। অনেকে টিকাবিহীন রয়েছেন এখনও। আবার এটাও সত্য যে, তিনবার টিকা গ্রহণ করার পরও নতুন করে আক্রান্ত হয়েছেন অনেকেই। এভাবে ব্যাপকভাবে সংক্রমণ কিংবা পুনরায় আক্রমণের চিত্র রোগ থেকে মুক্তির ক্ষেত্রে হতাশার চিত্র প্রকাশ করে। উল্লেখ করার মতো আরেকটি বিষয় হলো, টিকা কিংবা বুস্টারগুলোর মধ্যে গুণগত মান বা কার্যকারিতার প্রশ্নে বক্তব্য ওঠে অনেক ক্ষেত্রে। এ সমস্ত জটিলতা থেকে অবশ্যই বের হতে হবে। কখনই জনসাধারণের আস্থা নষ্ট করা যাবে না। মানুষকে বোঝাতে হবে, কোনোভাবেই টিকা বা বুস্টার ডোজকে অগ্রাহ্য করা উচিত হবে না। এটি অনিরাপদ করে তুলবে পরিবেশকে। বিপদের ঝুঁকিতে ফেলবে সবাইকে। এমতাবস্থায় বলতে হয়, একটি কার্যকর, সম্পূর্ণ বুস্টার প্রোগ্রাম সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তি রাখা ঠিক হবে না। প্রকৃতপক্ষে আমাদের মনে রাখা উচিত যে, যারা যথাযথভাবে নিয়মকানুন অনুসরণ করেন তাদের তা চালিয়ে যেতে হবে। ক্লিনিক্যালি অত্যন্ত ঝুঁঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষার বিষয়ে আরও বেশি সচেতন উদ্যোগ গ্রহণ করতে হবে। সতর্কতা অবলম্বন করে চলতে হবে সবাইকে। সামাজিক দূরত্ব মানার পাশাপাশি মাস্ক পরিধান করতে হবে। সর্বোপরি সুস্থ থাকার চেষ্টা করতে হবে। (সমাপ্ত)
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct