আপনজন ডেস্ক: ভারতে দুর্গা সম্মান অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সমাজসেবী ও উদ্যোক্তা সীমা হামিদ। কলকাতার হোটেল দ্য স্ট্যাডেলে ‘দুর্গা সম্মান-২০২২' অ্যাওয়ার্ড দেওয়া হয়। অরিজিৎ অফিশিয়াল আয়োজিত ১৭ বিশিষ্ট মহিলাকে এ সম্মাননা জানানো হয়। আর্তমানবতার সেবা ও হতদরিদ্র মানুষদের স্বাবলম্বী করা, বাংলা সংস্কৃতির বিকাশ, উদ্যোক্তা শ্রেণি তৈরি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও তরুণদের সংগঠিত করার জন্য সীমা হামিদকে এ সম্মান দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সীমা হামিদ এই বিশেষ সম্মান করার পর বলেন, 'তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের ক্ষমতায়ন, তরুণদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে আমরা কাজ করছি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থাও করেছি। এই সম্মান আমাকে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আর আমাকে এই বিশেষ সম্মান প্রদানের জন্য আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ জানাতে চায়।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct