আপনজন ডেস্ক: হেডফোন ছাড়া বর্তমান সময়ে আমাদের এক মুহূর্তও যেন চলে না। গান শোনা, কথা বলা, ভিডিও কল, অনলাইন মিটিংসহ নানা কাজে চাই হেডফোন। যানজটের দীর্ঘ লাইনেও সঙ্গী হয় বস্তুটি। তবে এর যেমন উপকারিতা আছে, তেমনই আছে অপকারিতাও। এর উপকারিতার মধ্যে রয়েছে দীর্ঘ বিরক্তিকর সময় খুব সহজেই পার করতে হেডফোনের জুড়ি নেই। অন্যকে বিরক্ত না করে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলেও দরকার হেডফোন। ভ্রমণের সময় হাত আটকে থাকলে হেডফোন ব্যবহার করা যায়। কাজের ফাঁকে ফাঁকে গান শুনতে তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে বস্তুটি। প্রচণ্ড ভীড়ে স্পষ্টভাবে কথা বলতে অনেকাংশেই সাহায্য করে এটি। তবে এর সঙ্গে রয়েছে নানান অপকারিতাও। এটা দীর্ঘসময় কানে গুঁজে রাখলে কানে দাগ ও ব্যথা হতে পারে।কানের ওপর চাপ কমাতে হেডফোনের কভার নরম রাখার চেষ্টা করুন। মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি চালানোর সময় হেডফোন ব্যবহার খুব বিপদের। রাস্তা পারাপারের সময় কানে হেডফোন রাখলে বিপদ ঘটতে পারে।উচ্চ শব্দে গান শোনায় শ্রবণশক্তি নষ্ট হতে পারে। বাজারে বিভিন্ন দামের হেডফোন পাবেন। তবে কানে এবং ফোনে অ্যাডজাস্ট হচ্ছে কি না, তা দেখে নেবেন। কম দামি হেডফোন ব্যবহার না করাই ভালো। এর এয়ারবাডগুলো কানে ব্যথার কারণ হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct