সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজনৈতিক ভাবে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। বুধবার সন্ধ্যায় রাজভবন সংলগ্ন আবাসনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী-মলয় ঘটক । তিনি বলেন,এর আগেও সিবিআই-ইডি ডেকেছিল। যা যা নথি চেয়েছিল-সব দিয়ে সাহায্য করছেন বলে দাবিও করলেন মন্ত্রী। আগামী দিনেও সব রকম সাহায্য করবেন বলে জানালেন তিনি। আইন মন্ত্রীর দাবি, কালিমালিপ্ত করার জন্যই তাঁকে এ ভাবে হেনস্তা করা হচ্ছে। বুধবার কলকাতা এবং আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের ৫ টি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। প্রায় আট ঘণ্টা ধরে চলে তল্লাশি। তল্লাশি শেষ হওয়ার পর মুহূর্তেই রাজ্যের আইন মন্ত্রীকে দিল্লিতে তলব করে ইডি। আগামী ১৪ তারিখ দিল্লিতে ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা। এই ঘটনার পরই বিকেলে সাংবাদিক বৈঠক করেন মলয় ঘটক। তিনি আরও বলেন, আজ তল্লাশির পর তাঁর তিনটি মোবাইল ফোন নিয়ে গিয়েছে সিবিআই। যদিও মোবাইল সিমগুলো ব্যবহার করার অনুমতি দিয়েছে তারা। মন্ত্রী জানিয়েছেন, এর আগে আসানসোলের উপ নির্বাচনের সময় তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। তখনই তিনি জানিয়েছিলেন, সেই সময় তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়। বারবার তদন্তে সহযোগিতা করার পরেও কেন্দ্রীয় এজেন্সি গুলি তাকে এক প্রকার হেনস্তা করছে বলে অভিযোগ করেন মন্ত্রী-মলয় ঘটক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct