রঙ্গিলা খাতুন, সালার, আপনজন: রাজ্য জুড়ে চলা শাসক দলের দুর্নীতিকে আর কোনওভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। রাজ্য এবং কেন্দ্র উভয় শাসক দলের সেটিং চুরমার করবে বামেরা। এই বার্তা দিয়ে সকল দুর্নীতিগ্রস্তদের অবিলম্বে শাস্তির দাবিতে মুর্শিদাবাদের সালার কলেজ মোড়ে সিপিএম সালার এরিয়া কমিটির উদ্যোগে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা সহ সালার এরিয়া কমিটির নেতৃত্ব।
রাজ্যের স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র শিক্ষকের অভাব। অন্যদিকে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অর্থনৈতিক মন্দা, ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ - এসবের জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এই দিন সালারের বিশাল সমাবেশ থেকে শতরূপ ঘোষ বলেন, যে সমস্ত তৃণমূল নেতারা ঘরের নামে, চাকরির নামে কিংবা একশো দিনের কাজের নামে টাকা লুট করেছে, সময় এসেছে সেই সমস্ত জোর চোরদ্দদের কাছ থেকে টাকা আদায় করার। সিপিএমের রাজ্য সম্পাদক জামির মোল্লা বলেন, গ্রাম গঞ্জে মানুষের হাতে ক্ষমতা এবং উন্নয়ন পৌঁছে দেবার জন্য বামফ্রন্টের সময় দীর্ঘ পরিকল্পনা করে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যাবস্থা চালু করা হয়েছিল। কিন্তু এই চোরদের সরকার আসার পর মানুষের কাছে ক্ষমতা এবং উন্নয়ন কেড়ে নিয়ে হাওয়ায় চোটির ভাই ভাইপোরা কোটিপতি। “
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct