আপনজন ডেস্ক: ভারত বায়োটেকের ইন্ট্রান্যাসাল কোভিড-১৯ টিকাকে প্রয়োগের জন্য মান্যতা দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। ভারতের তথা বিশ্বের প্রথম ন্যাসাল কোভিড টিকা হল এটি। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইটে জানিয়েছেন, ভারত বায়োটেকের নির্মিত এই টিকা ডিসিজিআই-র অনুমোদন পেয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জরুরিকালীন ভিত্তিতে এই টিকা ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে। উল্লেখ্য, গোটা বিশ্বের মধ্যে ভারত বায়োটেকই প্রথম এই ন্যাসাল টিকা বাজারে আনল। ইঞ্জেকশনের মাধ্যমে নয়, এই টিকা নেওয়া যাবে নাকে দেওয়া ড্রপের সাহায্যেই। গতমাসের মধ্যেই এই টিকার তৃতীয় ট্রায়াল শেষ হয়ে গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct