আপনজন ডেস্ক: চলতি বছরের মে মাসে থেকে বর্ষা মৌসুম শুরু হয় সুদানে। এরপর থেকে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। বন্যায় দেশটির কয়েক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। রোববার সংবাদমাধ্যম ষূত্রে এ খবর জানা গিয়াছে। সুদানে সাধারণত মে থেকে অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টিপাত হয়। দেশটি প্রতি বছর এসময় মারাত্মক বন্যার সম্মুখীন হয়। এই বন্যায় দেশটির অবকাঠামো ও ফসল ক্ষতিগ্রস্থ ও ধ্বংস হয়েছে। গত মাসে সুদানের ছয়টি রাজ্যে ভয়াবহ বন্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। সুদানের ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল ডিফেন্সের মুখপাত্র আবদেল জলিল আবদেলরহিম বলেছেন, ‘বন্যা ও ভারী বর্ষণে প্রাণহানির সংখ্যা ১১২ জনে পৌঁছেছে।’ আবদেলরহিম আরও বলেন, বন্যায় মোট ৩৪ হাজার ৯৪৪টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়াও ৪৯ হাজার ৬০টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভয়াবহ বন্যায় প্রায় ১১৫ জন আহত হয়েছেন।সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে জাতিসংঘ জানায়, বন্যায় এখন পর্যন্ত সুদান জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই লাখ ২৬ হাজার মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct