আপনজন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার ওপর দিয়ে বয়ে গেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হিন্নাম্নর’। এতে দেশটিতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ১০ জন নিখোঁজ রয়েছেন। কোরিয়ার আবহাওয়া অধিদফতর জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ১০মিনিটে উপদ্বীপের দক্ষিণ-পূর্ব শহরের উলশাসর ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি চলে যায়। পরে সেটি জিওজি শহরের উপকূলে সেটি নামে। বেলা ১১টা পর্যন্ত ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্বদিকে ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার বেগে যাচ্ছিল। আশা করা হচ্ছে যে, রাত ৯টায় জাপানের সাপ্পোরোর ৪২০ কিলোমিটার পশ্চিমে সেটি অতিক্রম করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct