সুব্রত রায়, আপনজন : চারচাকা গাড়ি সংক্রান্ত একাধিক নিয়ম কেন্ত্রীয় সরকার লাগু করেছে। আগে শুধু চার চাকায় প্রথম দিকের সিটে বসলে সিট বেল্ট বাঁধতে হত। কিন্তু এবার থেকে পিছনের সিটে বসলেও বাঁধতে হবে সিট বেল্ট। আর বেল্ট না বাঁধলে হতে পারে জরিমানা। শিল্পপতি সাইরাসের মৃত্যুর জেরেই এবার কড়া সিধান্ত নিল কেন্দ্রীয় সরকার।সম্প্রতি, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকরী সিএমভিআরকে মাথায় রেখে আগামী তিন দিনের মধ্যে এই সিন্ধান্ত প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করার কথা জানিয়েছেন। এপ্রসঙ্গে তিনি জানান, এখন গাড়ির চালকের পাশাপাশি তার আশেপাশের সকলের ক্ষেত্রেই সিট বেল্ট পড়া আবশ্যক। পিছনের সিটে বসা যাত্রীদের ক্ষেত্রেও সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রসঙ্গত, রবিবার মহারাষ্ট্রে সাইরাস মিস্ত্রির দ্রুতগামী মার্সিডিজটি একটি ডিভাইডারে ধাক্কা মারে। টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান ওই গাড়ির পিছনের সিটে বসে ছিলেন। পিছনের সিটে বসে থাকার কারণেই সিট বেল্ট বাঁধেননি তিনি। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।তবে পিছনের সিটে বসে থাকা যাত্রীদের সিট বেল্ট না পরলে জরিমানা দিতে হবে। কিন্তু সেই জরিমানার কত হবে? সে প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছে, সর্বনিম্ন জরিমানা হল ১ হাজার টাকা। তবে কেন্দ্রীয় মোটরযান বিধির ১৩৮(৩) নম্বর ধারা অনুযায়ী, চলন্ত গাড়িতে পিছনের আসনে বসা আরোহীকেও সিট বেল্ট বাঁধতে হবে। তা না হলে হাজার টাকা পর্যন্ত জরিমানার কথাও বলা রয়েছে। কিন্তু এই আইন থাকলেও তা অনেকেরই জানেন না। যদিও এপ্রসঙ্গে এবার নয়া বিবৃতিতে আনলে চলছে কেন্দ্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct