নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের পরিবারের সম্পত্তিবৃদ্ধি নিয়ে যে মামলা দায়ের হয়েছে তার শুনানি ছিল এদিন। এই শুনানি শেষে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এর নির্দেশ, -’ চার সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলমনামা জমা দিতে হবে’।মামলাকারী আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি এদিন আদালতে সওয়ালের সময়ে জানান , -’ মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা পুরসভার কাউন্সিলর। নির্বাচন কমিশনে তিনি যে হলফনামা জমা দিয়েছিলেন তাতে তাঁর পেশা হিসাবে উল্লেখ ছিল, তিনি সমাজকর্মী। একজন সমাজকর্মীর কী করে এত সম্পত্তি হয়? আয়ের উত্সটা কী?’ এর পরিপেক্ষিতে রাজ্য সরকারের আইনজীবী এজলাসে জানান , -’ এই মামলার কোনও গ্রহণযোগ্যতাই নেই’। মঙ্গলবার শুনানি শেষে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায়, -’ এই মামলা আদৌ গ্রহণযোগ্য কিনা? সে ব্যাপারে সমস্ত পক্ষকে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে। অর্থাত্ সবাই বলবেন, এই মামলার যৌক্তিকতা আছে, না নেই? আগামী ২৮ নভেম্বর ফের এই মামলার শুনানি হবে’। গত ২৯ অগস্ট এই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ছয় সদস্যের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে।
মঙ্গলবার ছিল এই মামলার শুনানি। আর শুনানি চলাকালীন রাজ্য সরকার সহ মুখ্যমন্ত্রীর পরিবারের পক্ষের আইনজীবীদের তরফ থেকে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় বলে জানা গেছে। পাশাপাশি হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে -’ আগামী চার সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে, যাদের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগ উঠেছে তাদের হলফনামা জমা দিতে হবে’। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২৮ শে নভেম্বর।মুখ্যমন্ত্রীর পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগে আদালতের মামলাকারী আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন , -’ মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের যে বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে তার মধ্যে কিছু সংখ্যক সম্পত্তি দেখানো হয়েছে আদালতে । এছাড়াও যারা সমাজসেবী হিসেবে নিজেদের পরিচয় দিয়েছিলেন পরবর্তীতে দেখা গিয়েছে তাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত। সেই সম্পর্কিত সমস্ত নথিপত্র আদালত থেকে দেখানো হয়েছে’ । যদিও বিরোধীপক্ষের তরফ থেকে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মামলাকারীর দাবি, ২০১৩ সালের পর থেকেই মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে । এমনকি কোটি কোটি টাকা অন্যত্র স্থানান্তরিত হয়েছে বলেও দাবি করেছেন মামলাকারী । এদিনকার শুনানিতে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁরা ১১ই নভেম্বরের মধ্যে হলফনামা দেবেন। আর তার পরিপ্রেক্ষিতে দু সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দেবে মামলাকারী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct