আপনজন ডেস্ক: এ যেন হঠাৎ করেই কোনো এক রাজার প্রজা হয়ে যাওয়ার গল্প। বলা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা। বেশি দিন আগের কথা নয়, ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগকে শাসন করেছেন দম্ভভরে। সেই রোনাল্ডোই কিনা এবার চ্যাম্পিয়নস লিগের শুধুই একজন দর্শক। শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর। সেখানে নেই রোনাল্ডো। তাঁর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবারের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারেনি। আজ যখন চ্যাম্পিয়নস লিগের সংগীত বেজে উঠবে, শুরু হবে গ্রুপ পর্বের খেলা, টেলিভিশনের সামনে বসলে রোনাল্ডোর হৃদয়টা মোচড় দিয়ে ওঠারই কথা! ২০০২-০৩ মৌসুমে পেশাদার ফুটবলে অভিষেক। সেবারই প্রথমবার চ্যাম্পিয়নস লিগে খেলতে নামেন রোনাল্ডো, স্পোর্তিংয়ের হয়ে। তবে এ প্রতিযোগিতায় তাঁর সোনালি অধ্যায়ের শুরু ২০০৭-০৮ মৌসুমে। ইউইনাইটেডের জার্সিতে ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস লিগের ট্রফি উঁচিয়ে ধরেন। ইউরোপিয়ান মঞ্চে সেটা ছিল তাঁর সাফল্যগাথার শুরু। মাঝে কিছু সময়ের বিরতি দিয়ে ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি জেতেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct