আপনজন ডেস্ক: কোনো অপরাধ করেননি তবুও পুলিশ গ্রেপ্তার করেছে! এমনি একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। একজন অস্ট্রেলিয়ান বৃদ্ধ নারীর মাথায় এসেছে এমন উদ্ভট এক ইচ্ছা। ইচ্ছা পূরণও করেছেন তাঁর ১০০তম জন্মদিনে। তার ইচ্ছা পূরণের তালিকায় ছিলো, পুলিশের হাতে প্রেপ্তার হওয়া। কিন্তু তাঁর তো কোনো দোষ নেই। পুলিশ কেন তাকে প্রেপ্তার করবে? অবশেষে অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার পুলিশ তার শততম জন্মদিনে এই ইচ্ছা পূরণ করে।
এ ঘটনায় “ভিক্টোরিয়া পুলিশ” নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ভিক্টোরিয়া পুলিশের তিনজন কনস্টেবল কীভাবে নাররাকান গার্ডেনস রেসিডেন্সিয়াল এজড কেয়ারে গিয়েছিলেন এবং জিন বিকেটনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার ঘোষণা করেছিলেন। এবং আস্তে করে বৃদ্ধার হাতে হাতকড়া পরিয়েছিলেন। জিনের মতে এটি ছিল তাঁর সেরা জন্মদিন উদযাপন। ২২আগস্ট ভিক্টোরিয়া পুলিশ ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি ছবি। ছবিতে দেখা যায়, গোলাপি রঙের পোশাক পরিহিত জেন একটি হুইলচেয়ারে বসে আছেন। তাঁর মাথায় একটি মুকুট এবং হাতে হাতকড়া পরানো। গ্রেপ্তার করতে আসা তিন কনস্টেবলের সাথে, ছবি তোলার জন্য তাঁকে পোজ দিচ্ছেন। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।সবাই প্রসংসা করে বলেছেন, “আমাদের ভিক্টোরিয়ান পুলিশ এই ধরনের সদয় কাজের জন্য অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য। ”এই ধরনের গ্রেপ্তার করে আমরা অনেক আনন্দিত বলে জানিয়েছেন ভিক্টোরিয়া পুলিশ। অনেকের জন্য গ্রেপ্তার না হয়ে জীবন পার করা সুখকর। তবে প্রাক্তন নার্স জেন বিকেটনের জন্য এটি একটি সুখকর অনুভূতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct