অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাদিহাট বেলবাড়ী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকের হাতে ‘শিক্ষারত্ন’ পুরস্কার তুলে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক। সোমবার জেলাশাসকের দফতরে মিনি কনফারেন্স হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিণ কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বিবেক কুমার, ওসি এডুকেশন অরিন্দম দাশগুপ্ত, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মৃন্ময় ঘোষ, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) নারায়ণ চন্দ্র পাল, জেলা প্রকল্প আধিকারিক(এসএসএম ও আরএমএসএ) বিমল কৃষ্ণ গায়েন সহ অন্যান্য আধিকারিকেরা।
এদিন ‘শিক্ষারত্ন’ পার্থ সরকারের হাতে ২৫ হাজার টাকার চেক, শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে। এ বিষয়ে জেলা শিক্ষা আধিকারিক (সমগ্র শিক্ষা মিশন) বিমল কৃষ্ণ গায়েন জানান, কাদিহাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ‘শিক্ষারত্ন’ পুরস্কার তুলে দেবার পাশাপাশি এদিন বালুরঘাট পুরসভার অন্তর্গত সাতটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করা হয়।উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যারা ছাত্রছাত্রীদের সাফল্যের নেপথ্য অবদানে থেকেছেন, সেই শিক্ষকদের সম্মান জানাতে ‘শিক্ষারত্ন’ পুরষ্কার দেয় রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবার রাজ্যের মোট ৬১ জন শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন। তার মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছেন একজন শিক্ষক। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বিবেক কুমার জানান, প্রতিবছর শিক্ষক দিবসে রাজ্য সরকারের শিক্ষা দফতরের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষকদের শিক্ষারত্ন পুরস্কার প্রদান করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার একজন শিক্ষকের হাতে এই পুরস্কার তুলে দেয়া হল। এ বিষয়ে ‘শিক্ষারত্ন’ পার্থ সরকার জানান, ‘পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতর ও দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে এই পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে। আমরা অর্থাৎ শিক্ষক-শিক্ষিকারা যদি নিষ্ঠার সাথে কাজ করি, তাহলে স্বীকৃতি একটা সময় অবশ্যই আমরা পাব। তাই সকলে আমরা নিষ্ঠার সাথে কাজ করব এই বার্তা আমি সকলকে দিতে চাই।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct