আব্দুস সামাদ মন্ডল, হুগলি, আপনজন: ৫ সেপ্টেম্বর হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত মালিয়ার দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয় ঘটা করে পালিত হল শিক্ষক দিবস। মূলত এদিনের অনুষ্ঠান ছিল এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা প্রদানের। এদিন দেশাত্মবোধক গান এবং প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠান শুরু হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভার বিধায়িকা ড. করবী মান্না। তিনি শিক্ষক দিবস উপলক্ষে সকল শিক্ষকদের আন্তরিক ভালবাসা জানান এবং কচিকাঁচাদের পড়াশোনায় মন দেয়ার জন্য পরামর্শ দেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির যুগ্ম সম্পাদক ও মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন বলেন, এই দিনটিকে সারা দেশের মানুষ পালন করছে যাকে অনুসরণ করে তিনি মানুষ গড়ার কারিগর ছিলেন। তার চিন্তাভাবনাকে বাস্তবায়িত করতে গেলে আমাদের দেশের সকল মানুষকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, কুসংস্কার অপশিক্ষা থেকে আমাদেরকে বের হয়ে আসতেই হবে তবেই আমরা তার চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতে পারব। মালিয়ার দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়েও প্রধান শিক্ষক শিবপদ কোলে বলেন, আমরা যারা শিক্ষক আমাদের কর্তব্যটাকে যথাযথ পালন করলে প্রত্যেকটা ছাত্র মানুষের মতন মানুষ হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েতের প্রধান মেহেনাজ হালদার, এআই হরিপাল সব্যসাচী ভট্টাচার্য, এসআই হরিপাল অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct