সাইফুল লস্কর, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ সরকারের তরফে ২০২২ সালের শিক্ষারত্ন সম্মানে ভূষিত করা হল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর খোদারবাজার গ্রামের বাসিন্দা অধ্যাপক ড. ফারুক রহমানকে। ড. রহমান ২০০২ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের নিযুক্ত হন। ২০২০ সালে আমেরিকার স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের সোসাইটির ওয়ার্ল্ড ক্রমতালিকায় দুই শতাংশের মধ্যে স্থান করে নেন। ইংল্যান্ডের রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিতে ফেলো হিসেবে নিযুক্ত হয়ে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন। রহমান ওয়ার্মহোল নিয়ে গবেষণা করতে গিয়ে মহাকাশের বুকে শর্টকাট পথ আছে তা তিনি প্রমাণ করেন। রহমানের ৩২৫ এরও বেশী গবেষণাপত্র বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়। তার লেখা গ্রন্থ থিওরি অফ রিলেটিভিটি ক্যামব্রিজের ইউনিভার্সিটিতে ২০২১ সালে প্রকাশিত হয়। তার তত্ত্বাবধানে ইতিমধ্যেই ৩৩ জন পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। বিজ্ঞানী ড. ফারুক রহমান শিক্ষারত্ন সম্মান পাওয়ায় শিক্ষা মহল ও বারুইপুর বাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct