আপনজন ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় টাইফুন ‘হিনামনর’ আঘাত হানতে যাচ্ছে মঙ্গলবার। এ জন্য দেশটির স্কুল বন্ধ করা হয়েছে, ফ্লাইট স্থগিত এবং কিছু ব্যবসা কার্যক্রম বাতিল করা হয়েছে।আসন্ন ঘূর্ণিঝড়কে দক্ষিণ কোরিয়ায় আঘাত হানা অন্যতম শক্তিশালী ঝড় মনে করা হচ্ছে। এতে ভূমিধস হতে পারে। ঝড়ে দক্ষিণপূর্ব উপকূলের দ্বিতীয় বৃহত্তম শহর বুসান এলাকা আক্রান্ত হবে বলে ভবিষ্যৎদ্বাণী করা হয়েছে।দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, সোমবার সকাল থেকে দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টি শুরু হয়েছে। মূল ঝড় আঘাত হানবে মঙ্গলবার থেকে। দক্ষিণ কোরিয়ায় টাইফুনকে চারভাগে বিভক্ত কর হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct