সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: শিক্ষক দিবসে শিক্ষারত্ন পুরস্কার পেলেন মুর্শিদাবাদ জেলার দুই শিক্ষক। সোমবার জেলাশাসকের উপস্থিতিতে ডোমকল ব্লকের ভাতশালা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মতিউর রহমান বিশ্বাসকে শিক্ষারত্ন পুরস্কার প্রদান করা হল রাজ্য সরকারের তরফ থেকে। বলাবাহুল্য ভাতশালা হাই মাদ্রাসায় দায়িত্ব পাওয়ার পর তিনি স্কুলকে স্কুলের মতো গড়ে তোলেন। নজর রাখেন লেখাপড়ার মান-উন্নয়নে এবং সফল হোন চূড়ান্তভাবে। তার আমলেই তৈরি হয় একাধিক স্কুল বিল্ডিং,নতুন ক্লাস রুম,উপযুক্ত পরিকাঠামো প্রভৃতি। প্রশাসনিক দিকেও তার অসাধারণ সফলতা চোখে পড়ে। এমনকি মাদ্রাসা মানে যে শুধুই ইসলামিক পড়াশোনা হয় সেই ভ্রান্ত ধারণা দূর করে সকলের মন জয় করেছেন তিনি দায়িত্ব পাওয়ার পরে।
শিক্ষারত্ন পেয়ে মতিউর রহমান বিশ্বাস জানান, আরো বেশি দায়িত্ব বেড়ে গেলো এই পুরষ্কার পেয়ে,গত ২০০৭ সাত সালে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে ভাতশালা হাই মাদ্রাসায় যোগদেন তার পর থেকে স্কুলের পরিকাঠামো সহ পড়াশোনার মান উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেন তার কয়েক বছরের মধ্যে গোটা স্কুলের মডেল পরিবর্তন করে ফেলেন তার নেতৃত্বে,স্কুল পরিকাঠামো শেষ এবার ছাত্র ছাত্রীদের পড়াশোনার বিষয়ে আরো বেশি করে গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি জানান।শিক্ষারত্ন পাওয়ায় খুশি মতিউর রহমান বিশ্বাসের সহকর্মী সহ গোটা স্কুল। ডোমকলের কবি এম এ ওহাব বলেন মতিউর রহমান বিশ্বাস স্কুলে আসার পরে স্কুলের সার্বিক উন্নয়ন দেখা গিয়েছে।তার শিক্ষরত্ন পাওয়া খুশি আমি নিজেও বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct