আপনজন ডেস্ক: সৌদি আরবের শিল্প নগরী ইয়ানবুকে ‘শিক্ষার শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো। সৌদির দ্বিতীয় শহর হিসেবে ইয়ানবুকে এ স্বীকৃতি দেওয়া হয়। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে দেশটির জুবাইল শিল্পনগরকে এ স্বীকৃতি দেওয়া হয়েছিল। ইয়ানবু শিল্পনগরের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ আল-কুরাশি জানান, জ্ঞানের শহরের তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে বিশ্বের এ শহরের অবস্থান আরো উন্নত হবে।
পাশাপাশি এ নগরীর টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অগ্রগতি আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইউনেসকো ‘শিক্ষার শহর’ বলতে এমন শহরকে বোঝায়, যেখানে ব্যাপকভাবে সব স্তরের মানুষকে শিক্ষার প্রতি উৎসাহ দেওয়া হয়। পরিবার ও সমাজের মাধ্যমে শেখার আগ্রহ বৃদ্ধি করা হয় এবং শেখার প্রক্রিয়াকে সহজ করা হয়। পাশাপাশি যে শহরে আধুনিক শিক্ষাগত প্রযুক্তি ব্যবহার করা হয় এবং শিক্ষার গুণমান-উৎকর্ষ ও জীবনব্যাপী শিক্ষার সংস্কৃতি প্রচার করা হয়। ইউনেসকোর মহাসচিব আদ্রে আজুলে বলেন, বিশ্বের অর্ধেকের বেশি জনসংখ্যা শহরাঞ্চলে বাস করে। স্থানীয় উদ্যোগগুলো সমর্থন ও বাস্তবায়নের মাধ্যমে শহরগুলোর আজীবন শিক্ষার নীতি চালানোর ক্ষমতা রয়েছে। ইয়ানবু শিল্পনগরটি সৌদি আরবের বৃহত্তম শহরগুলোর অন্যতম। লোহিত সাগর তীরে অবস্থিত এ শহরে রয়েছে বৃহত্তম বন্দর। এ ছাড়াও এ শহরে রয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অপরিশোধিত তেল শোধনাগার। সারা বিশ্বের ৭৭টি দেশের ৪৪টি শহর ইউনেসকোর গ্লোবাল নেটওয়ার্ক অব লার্নিং সিটি এর অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে আফ্রিকায় ১৬টি, আরববিশ্বে ৯টি, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৩টি, ইউরোপ ও উত্তর আমেরিকায় ২৬টি এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানে ১৩টি শহর রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct