অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ৩ নং এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের হরিপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হলো রবিবার। এই ভোটগ্রহণ পর্ব কে কেন্দ্র করে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় বংশীহারী থানার পক্ষ থেকে বিদ্যালয় চত্বরে। পাশাপাশি কোনরকম দুর্ঘটনা না যাতে না ঘটে সেই জন্য হরিপুর এলাকার রাস্তা সহ হাই মাদ্রাসার ভেতরে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। বিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, হরিপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির মোট ভোটার সংখ্যা ৪৯২ জন। তারমধ্যে মোট ভোট পরেছে ৩৩৯ টি। পরিচালন সমিতির পক্ষ থেকে মোট ১২ জন প্রার্থী দাঁড়িয়েছিল। তারমধ্যে একজন মহিলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় এবং অন্য একজন প্রার্থী সারেন্ডার করেন। পরবর্তীতে মোট ১০ জন প্রার্থীকে নিয়ে রবিবার পরিচালন সমিতির ভোট হয়। এই ভোট সারাদিন ধরে চলে। সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ভোট চলে। গত দুই বার পরিচালন সমিতির ভোটে তৃণমূল জয়ী হয়। অতীতের ধারাকে অব্যাহত রেখে এবারও হরিপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন জানান, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন প্রক্রিয়া চলছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচন সম্পর্কিত কনভেনর এমাজ উদ্দিন আহমেদ জানান, গতবার ও বিদ্যালয় পরিচালন সমিতি আমাদের দখলে ছিল। এবারও নির্বাচনে আমরা জয়লাভ করব। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে। ছয়জনের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ইতিমধ্যে একজন মহিলা ক্যান্ডিডেট আমাদের জয়লাভ করেছেন। অন্যদিকে, বামেদের তরফে জানানো হয়েছে, পাঁচটি আসনে লড়ছেন তাঁরা। ফলাফলের নিরিখে তার আশা করছেন হাড্ডাহাড্ডি লড়াই হবে। ফলাফলের দিক থেকে তারাই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধিদের নির্বাচনী প্রক্রিয়ায় জয়লাভ করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct