রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের আলমসাহি গ্রামের রেশন ডিলার আব্দুল হান্নানকে। সম্প্রতি জঙ্গিপুর খাদ্য দপ্তরের পক্ষ থেকে এক সার্কুলার জারি করে তাকে বরখাস্ত করা হয়। আপাতত ওই ডিলার আব্দুল হান্নানের প্রায় নয় হাজার গ্রাহকের রেশন সামগ্রী স্থানীয় বাসুদেবপুর এস কে ইউ এস লিমিটেড ডিলার মোহাম্মদ আশরাফুল হককে বন্টন করার নির্দেশ প্রদান করা হয়েছে দপ্তরের পক্ষ থেকে। নির্দেশিকা আসার পরেই শনিবারই প্রথম রেশন সামগ্রী বন্টন করা হয়। সঠিক ভাবে রেশন পেয়ে খুশি গ্রাহকরাও। উল্লেখ করা যেতে পারে, বেশ কিছুদিন ধরেই সামসেরগঞ্জের রেশন ডিলার আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ ছিলেন রাজনৈতিক নেতারাও। মূলত ডিলারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন একাংশ বাসিন্দারা। পাশাপাশি রেশন সামগ্রী কম দেওয়ারও অভিযোগ ওঠে। সামগ্রী কম সহ বিভিন্ন বিষয় নিয়ে ডিলারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং সামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ তাসিরুদ্দিন এবং স্থানীয় চাচন্ড পঞ্চায়েত প্রধানের স্বামী জালালুদ্দিন আহমেদ।
শীর্ষ আধিকারীকদের কাছে ডিলারের বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ জানান অনেকেই। ঠিক তারপরেই এক নির্দেশিকা জারি করে সামসেরগঞ্জের আলমসাহি গ্রামের ডিলার আব্দুল হান্নানকে সাসপেন্ড করা হয়। ফোনে কথা বলতে গিয়ে তাকে সাসপেন্ড করার বিষয়টি স্বীকার করে নিলেও বাকি কোনোরকম মন্তব্য করতে চাননি ডিলার আব্দুল হান্নান। তিনি জানান, সাসপেন্ড করা হয়েছে এটা ঠিক। আপাতত বাসুদেবপুর এস কে ইউ এস লিমিটেডকে আমার গ্রাহকের সমস্ত সামগ্রী বন্টন করতে নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে ডিলার সাসপেন্ড হওয়ার ঘটনার পরেই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ তাসিরুদ্দিন, স্থানীয় চাচন্ড পঞ্চায়েত প্রধানের স্বামী জালালুদ্দিন আহমেদ সহ সকলেই খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct