সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: প্রতি বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শিক্ষক দিবসে শিক্ষারত্ন পুরস্কার প্রদান করা হয়। এবছর রাজ্যের মধ্যে মোট ৬১ জন শিক্ষক পাচ্ছেন এই সম্মাননা। যারমধ্যে মাধ্যমিক স্তরে ২৩ জন, মাদ্রাসা শিক্ষক ২ জন, প্রাথমিক শিক্ষক ১৫ জন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২১ জন অধ্যাপক।যার মধ্যে বীরভূমের দুজন শিক্ষক “শিক্ষারত্ন” পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। গত ৩০ আগস্ট মেল মারফত উক্ত শিক্ষকদের কাছে শিক্ষারত্ন পুরস্কারে মনোনীত হওয়ার খবর জানানো হয়েছে। ৫ ই সেপ্টেম্বর বেলা ১১ টায় বীরভূম জেলাশাসকের দপ্তর সিউড়িতে তাঁদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃত স্বরূপ এই পুরস্কার পাচ্ছেন দুবরাজপুর আর.বি.এস.ডি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ড. নীলমাধব নাগ। তাঁর বাড়ি ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের ‘মাঠবহড়া’ গ্রামে।১৯৯০ সালে তিনি দুবরাজপুর আরবিএসডি হাই স্কুলে বাংলা শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি একাধিক পত্র-পত্রিকায় তাঁর গবেষণামূলক লেখা প্রকাশিত হয়েছে। বীরভূমের আঞ্চলিক ভাষার বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণামূলক বেশ কিছু গ্রন্থ ও প্রকাশিত হয়েছে। স্কুল ছুট ছাত্রদের স্কুলমুখী করার ক্ষেত্রে তাঁর প্রয়াস নজিরবিহীন। দীর্ঘ ৩২ বছর শিক্ষকতা জীবনের পর,সরকারি স্বীকৃতির এই খবরে খুব ভালো লাগছে বলে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন। এই সংবাদে তাঁর নিজের স্কুল তথা দুবরাজপুরে শিক্ষক মহলে ও বইছে ছেখুশির হাওয়া।
অন্যদিকে এই বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের পাইকর চক্রের দাঁতুড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল হক পাচ্ছেন শিক্ষারত্ন সম্মাননা। ১৯৯৭ সালে তিনি প্রথম হিয়াতনগর প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ২০ বছর বয়সে শিক্ষকতার কাজে যোগদান করেন। শিক্ষকতার পাশাপাশি তাঁর নজিরবিহীন সমাজ ভাবনা। “শিক্ষক মানুষ গড়ার কারিগর”। তেমন নজির গড়েছেন আনসারুল বাবু। এক প্রতিভাবান দুঃস্থ ছাত্রকে খলতপুর আলআমিন মিশনে নিজের তত্ত্বাবধানে ভর্তি করা ও পড়াশোনা করানোর দায়িত্ব পালনে অটল। সেই ছাত্র ডাঃ সাবির মোল্লা বর্তমানে শিশু চিকিৎসক হিসেবে জঙ্গিপুর হাসপাতালে কর্মরত। করোনা অতিমারিতে গত দু’বছর ঘরবন্দি থাকার কারণে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে। খেলার মাধ্যমে পাঠদান জেলার বুকে তাঁর এক নতুন কর্মসূচি। করোনা সচেতনতায় সামাজিক স্বীকৃতি স্বরূপ জেলা পুলিশের কাছ থেকেও তিনি পেয়েছেন বিশেষ সন্মাননা। শিক্ষারত্ন পুরস্কার পেয়ে সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা আরো বেড়ে গেল বলে দুরভাষে জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct