আপনজন ডেস্ক: ফের নাম পরিবর্তনের খেলায় মেতেছে বিজেপি শাসিত সরকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাসতালুক গোরক্ষপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি খসড়া ডিলিমিটেশন অর্ডার জারি করে প্রায় এক ডজন ওয়ার্ডের ‘মুসলিম-যুক্ত নাম’ পরিবর্তন করছে। গোরক্ষপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৩২টি গ্রাম অন্তর্ভুক্ত করার পরে, ওয়ার্ডের সংখ্যা ৭০ থেকে ৮০ হয়েছে। নতুন দশটি ওয়ার্ডের পাশাপাশি পুরনো ৪০টি ওয়ার্ডের নয়া নামকরণ করা হয়েছে। অর্থাৎ পৌর কর্পোরেশনের ৮০টি ওয়ার্ডের মধ্যে ৫০টি নতুন নামে পরিচিত হবে। যদিও এর মধ্যে বিশিষ্ট আইকনিক ব্যক্তিত্ব এবং স্বাধীনতা সংগ্রামীদের নাম আছে কিন্তু মুসলিম সম্পর্কিত নাম পাল্টে দ্রেওয়ায় সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের নেতাদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সমাজবাদী পার্টির নেতা এবং ইসমাইলপুরের কর্পোরেটর শাহাব আনসারি অভিযোগ করেন, নাম পরিবর্তন করা ধর্মীয় মেরুকরণের একটি প্রচেষ্টা। তবে মেয়র সীতারাম জয়সওয়াল বলেন, নতুন নাম গর্বের অনুভূতি জাগিয়ে তোলে। তিনি বলেন, শিব সিং চেত্রী, বাবা গম্ভীর নাথ, বাবা রাঘবদাস, ড. রাজেন্দ্র প্রসাদ এবং মদনমোহন মালব্যের মতো ব্যক্তিত্বদের নামে ওয়ার্ডগুলির নামকরণ করা হয়েছে। যদিও তুর্কমানপুরের নাম বদল করে রাখা হয়েছে আশফাকুল্লাহ খান। তবে যেসব নাম পরিবর্তন করা হয়েছে তার মধ্যে মুফতিপুর ওয়ার্ডকে করা হচ্ছে ঘণ্টাঘর, আলিনগরকে আর্যনগর, শেখপুরকে গীতা প্রেস, রসুলপুরকে মহারানা প্রতাপ, ইলাহিবাগকে বন্ধু সিং ওয়ার্ড, জাফরাবাজারকে আত্মরাম নগর, মির্জাপুরকে শিবনগর, চাকসা হুসেনকে সন্ত ঝুলে লালনগর করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct