সুব্রত রায়, কলকাতা, আপনজন: রবিবার ছুটির দিনে উত্তর কলকাতার পাইকপাড়া, বি টি রোডের লক গেট ব্রিজ সংলগ্ন সিগন্যালের ঠিক পাশেই ওম স্কাই লার্ক অ্যাপার্টমেন্টের ব্লক ওয়ান এ ১৯তলায় ১৯ বি নম্বর ফ্ল্যাটে অভিজাত আবাসনে টানা দু ঘন্টা চলে তল্লাশি, সিবিআই আধিকারিকদের। দু'ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে আসেন সিবিআই এর আধিকারিকেরা। সুবোধ অধিকারীর ছেলে সার্বিক অধিকারী তল্লাশি শেষে জানান - সিবিআই-এর আধিকারিকেরা তল্লাশি করে একটি ইলেকট্রিক বিল ও একটি নথি নিয়ে গেছেন। একই সঙ্গে বেশ কিছু নথিপত্রে সই করিয়েছেন। তবে কি নথি পত্রে সিগনেচার করিয়েছেন তার সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেনি সার্বিক অধিকারী। পাশাপাশি সুত্র মারফত যেটা জানা যাচ্ছে, তদন্ত করতে গিয়ে সিবিআই আধিকারিকরা যেটা পেয়েছেন তা হল কোম্পানির অন্যতম কর্ণধার ছিলেন বিধায়ক। তার একজন ঘনিষ্ঠের সঙ্গে পরিচয় ছিল তার নাম বর্ধমান জেলার প্রাক্তন পুরপ্রধান প্রণব চট্টোপাধ্যায়। যাকে গত বছর গ্রেফতার করা হয়।সেই সূত্র ধরে খোঁজ পাওয়া যায় রাজু সাহানি, আর রাজু সাহানি থেকে খোজ পায় সুবোধ অধিকারী বিজপুরের বিধায়কের। তারপরই বিভিন্ন জায়গায় সুবোধ অধিকারীর বাড়ির ফ্লাটে তল্লাশি চালানো হয় রবিবার। শহরের আর কোথাও সুবোধ অধিকারী ফ্ল্যাট আছে কিনা তার সন্ধান চালাচ্ছে সিবিআই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct