মোল্লা মুয়াজ ইসলাম, খন্ডঘোষ, আপনজন: যেখানে হাই মাদ্রাসা গুলি রাজ্যে ধুকছে সেইখানে ঐ মাদ্রাসা থেকে অধিনিক শিক্ষা ও উন্নত পরিবেশ তৈরী করে শিক্ষারত্ন সম্মানে ভূষিত হচ্ছেন পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের নিশ্চিন্তপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ উজির আলী। তিনি সিউড়ির ইটাগোড়িয়ার বাসিন্দা হলেও বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ায় বসবাস করেন। তিনি প্রায় ২৮ বছরের শিক্ষকতা করছেন নিশ্চিন্তপুর হাই মাদ্রাসায় প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন প্রায় ১৫ বছর। আর এর মধ্যেই তিনি শিক্ষারত্ন শিক্ষক হিসেবে সম্মান পেতে চলেছেন । খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানা গেছে। উল্লেখ্য এর আগেও এই বিদ্যালয়ের ঝুলিতে আছে অসংখ্য পুরস্কার। বর্তমানে যেখানে সরকারি হাই স্কুলের সঙ্গে শিক্ষা ও পরিকাঠামোয় হাই মাদ্রাসা গুলি পিছিয়ে যাচ্ছে ।ছাত্র ছাত্রী সরকারি মাদ্রাসা থেকে বিমুখ হচ্ছে ।সেখান উজির আলী তার নোতৃত্বে
বর্তমানে এই হাই মাদ্রাসার ছাত্র-ছাত্রী সংখ্যা ৭৪৪ জন এবং হোস্টেলে থাকে প্রায় ১২০ জন। ব্লকের একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষারত্ন পাচ্ছেন এটা জানতে পেরে অনেকে আনন্দ প্রকাশ করেছেন । স্থানীয় বিধায়ক নবীন বাগ স্কুলে গিয়ে উজির সাহেবকে সম্মান জানিয়েছেন । বিধায়ক নবীন বাগ বলেন উজির সাহেব খন্ডঘোষ কে গর্বিত করেছেন । এই সম্মান পেয়ে প্রধান শিক্ষক উজির আলী জানিয়েছেন এই কৃতিত্ব আমার একার নয় সকল শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয় পরিচালন কমিটি এবং ছাত্র-ছাত্রীদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct