জতুগৃহ
রমজান আলি
চারিদিকে যে জতুগৃহ
রচনা করেছো দ্রোণাচার্য ,
তাতে তো আগুন লাগবেই
পুড়ে ছাই হয়ে গ্যাছে
তোমার পুঁথিপত্র
তোমার যাবতীয় নথি।
সমাজ থেকে শ্মশানে
ধোঁয়ায় কুণ্ডলী পাকিয়ে উড়ছে
সেইসব ছাই-পাঁস
এক একটা কণা জ্যানো
এক একটা ইতিহাসের পাতা
তালগোল পাকিয়ে উড়ছে তো উড়ছেই
আগুনের লেলিহান শিখা থেকে
উঠে আসছে এক একটা মুখ
কারো মুখ অ্যাসিডে পোড়া
কারো দুটো চোখ থেকে
এখনও গলগল করে লৌ ঝরছে
চকচকে সাদা হাঁটুর তলায়
কারো ভয়ার্ত সেই মুখ
বিরামহীন অগস্ত্য যাত্রায়
বেঁচে থাকার সুতীব্র আকুল আবেদন
কারো .....
কারো ......
ওই দ্যাখো আকাশ পথে
হেঁটে আসছে
বৃদ্ধাঙ্গুষ্ঠছিন্ন বস্ত্রহীন
এক একটা একলব্যের ছবি
কারো পায়ের গোলগিঁটের উপর থেকে
ফাটা ফাটা দাগ
কালো পিচ রাস্তার উপর দিয়ে চলতে চলতে
কারো পায়ের তলাটাই পিচ হয়ে গেছে
পিচ-পায়ের চ্যেটো মিশে যাচ্ছে
ক্ষীণ আলোরেখার কালো অন্ধকারে
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct