একেই বলে জোর ধাক্কা। পুলওয়ামার ঘটনার পর পাক মদত পুষ্ট জঙ্গিদের নির্মূল করতে ভারতীয় সেনাবাহিনী এক বড় পদক্ষেপ নিল। আর তাতে বালাকোট সীমান্তে থাকা জাইশ এ মুহাম্মদ ও লস্কর এ তৈয়বার জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল। মঙ্গলবার ভোর সাড়ে তিনটা নাগাদ ১২টি মিরাজ ২০০০ জেট যুদ্ধ বিমান প্রায় হাজার কেজি বোমা ফেলে জঙ্গি ঘাঁটি ধংস করে দিল। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র জানা যাচ্ছে কমপক্ষে ৩০০ জঙ্গি এই হামলায় নিহত হয়েছে। পুলওয়ামার ৪৯ ভারতীয় জওয়ান হত্যার উপযুক্ত জবাব দেওয়া গেল মনে মনে করা হচ্ছে।
মিডিয়া সূত্র জানিয়েছে, লাইন অফ কন্ট্রোলের কাছে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটি ও লঞ্চ প্যাডে বিমান হামলা চালানো হয়েছে। মুজাফফরাবাদ থেকে ৩০ কিলোমিটার দূরের বালাকোট সেক্টরেও হামলা হয়েছে।
যুদ্ধবিমান মিরাজ-২০০০ সহ অন্যান্য জঙ্গিবিমান থেকে জঙ্গি ডেরায় অন্তত এক হাজার কেজি ওজনের বোমা ফেলা হয়েছে। বিদেশ মন্ত্রী বিজয় গোখলে জানিয়েছেন এই হামলায় কুখ্যাত জঙ্গি মাসুদ শহরের শ্যালক মাওলানা ইউসুফ আজহার ওরফে উস্তাদ ঘউড়ি নেতৃত্বাধীন জঙ্গি শিবির পুরো ধংস করে দেওয়া হয়েছে।
যদিও, পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর ভারতীয় সেনা হামলায় কোনো ক্ষয় ক্ষতির কথা অস্বীকার করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ওই সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার নতুন করে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চালানোর ঘটনা ঘটল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct