জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: জঙ্গলমহলে অন্যতম পরব করমের দিন কয়েক বছর ধরেই রাজ্য সরকার সেকশনাল ছুটি ঘোষণা করেছেন। কিন্তু পুরুলিয়ার জনজাতি গুলি সরকারের সেই সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নন। তাদের দাবি সেকশনাল ছুটি নয় করমের দিন পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করতে হবে জঙ্গলমহলে। এই দাবিতে শনিবার গোটা জঙ্গলমহল জুড়ে পথ অবরোধ করল অদিবাসী কুড়মি সমাজ এবং অন্য কয়েকটি জনজাতি সংঘটন। অবরোধে সামিল হয়েছিলেন জেলার বিভিন্ন শ্রেণীর মানুষ। আদিবাসী কুড়মি সমাজের মূল মান্থা তথা মূল খুঁটি অজিত মাহাত বলেছেন, করম হল সৃষ্টির উৎসব। সাধারণত কুমারী মেয়েরা উপবাস করে জাওয়া রেখে এই ব্রত পালন করেন। ব্রতের পিছনে রয়েছে দীর্ঘ দিনের একটি সাংস্কৃতিক ঐতিহ্য। ফলে এই ব্রতের দিনে জঙ্গলমহলে কোন জনজাতিই কাজ করতে সময় পান না। তাই সরকারী দপ্তর গুলিতে পূর্ণাঙ্গ সময় ছুটি দিতে হবে। এদিন পথ অবরোধের জেরে গোটা জঙ্গলমহলে যান চলাচল থমকে গিয়েছিল। এমন ভাবে পথ অবরোধের জায়গা গুলো নির্বাচন করা হয়েছিল যাতে প্রতিটি রাস্তাতেই যান চলাচল স্তব্ধ করে দেওয়া যায়।
ঝাড়খন্ড থেকে আগত রাস্তা গুলির মুখে ও অন্তজেলার রাস্তা গুলির প্রতিটি মোড়ে অবরোধে সামিল হয়েছিলেন জনজাতির। পরে এই অবরোধ পূর্ণ সফল হয়েছে বলে দাবি করেন আন্দোলন কারীরা। কোথাও অবশ্য কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত বলেছেন, মুখ্যমন্ত্রীর নিজের উদ্যোগেই এদিন ছুটি ঘোষণা করেছিলেন। এর আগে করম পরবে কোনরকম ছুটি দেওয়া হত না। এই বিষয়টা অনেকেই মনে রাখেননি। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেই হয়তো সমস্যার সমাধান হয়ে যেত। তিনি বলেন আগামীতে যাতে জঙ্গলমহলে এটি পূর্ণাঙ্গ ছুটির দিন হয় সেই জন্য তারা চেষ্টা করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct