সাদ্দাম হোসেন মিদ্দে, বিধাননগর: পুনরায় অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করল মাদ্রাসা চাকরি প্রার্থীরা। শুক্রবার সল্টলেকে শিক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর বিকাশ ভবনের কাছে এই কর্মসূচি শুরু হয়েছে। এদিনের কর্মসূচিতে যোগ দিয়েছেন ষষ্ঠ এসএলএসটি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের অভিযোগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তারা চাকরি থেকে বঞ্চিত। মাদ্রাসা সার্ভিস কমিশনের দূর্নীতির কারণে তারা নিয়োগ পাচ্ছেন না বলে তাদের দাবি।
জানা গেছে এরা আগে দুবার এই ধরনের অনশন কর্মসূচি করেছিলেন চাকরি প্রার্থীরা। প্রতিশ্রুতি পূরণ না হওয়ার কারণে ফের তারা তৃতীয় বারের মতো অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করেছেন। দীর্ঘ চার- পাঁচ বছর ধরে মাদ্রাসা চাকরি প্রার্থীরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে আন্দোলনকারীদের নেতৃবৃন্দ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct