আজাহার উদ্দিন, হুগলি: ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে শিক্ষারত্ন পুরস্কার ভূষিত হবেন হুগলির আরামবাগ মহাকুমার খানাকুলের কুমারহাট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ নাসারুল গাউস। রাজ্য সরকারের তরফ হতে তাকে এই সম্মাননা দেওয়া হবে। অবসর নেওয়ার পাঁচ মাস আগে রাজ্য সরকারের তরফ হতে শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন এই খবর প্রকাশিত হওয়ার পর এলাকায় মানুষের মুখে উচ্চারিত হচ্ছে প্রধান শিক্ষকের নাম। প্রধান শিক্ষক সেখ নাসারুল গাউস দীর্ঘ ১৭ বছর ধরে তিল তিল করে স্কুলকে সাজিয়েছেন। পেশায় ইংরেজির শিক্ষক। আদি বাড়ি হুগলির খানাকুলের পোল অঞ্চলের রায়বাড় গ্রামে। শিক্ষকতা দিয়ে শুরু হয় তাঁর জীবন। তারপর ১৯৯২ সালে খানাকুলে ধরমপুর হাই মাদ্রাসায় দুমাস, পরবর্তীতে ১০ মাস গোঘাটের বাজুয়া হাই স্কুলের ডেপুটেশন শিক্ষকতা করেন। তারপরে ১৯৯৩ সালে কৃষ্ণনগর জ্ঞানদাস ইনস্টিটিউশনে স্থায়ী শিক্ষক পদে যোগ দেন। এরপর ২০০৫ সালে জানুয়ারি মাসে কুমারহাট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। স্কুলের দায়িত্বভার গ্রহণ করার পর দেখেন ১৪ জন শিক্ষকের পদ ছিল তখন। সরকারি এবং প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় আবেদন করার ফলে স্কুলের শিক্ষকের পদ বেড়ে হয় ৩০ জন। আরো একটা উল্লেখযোগ্য বিষয় হলো স্কুলের কলা ও বিজ্ঞান বিভাগ এবং আরবি বিভাগ চালু করেন।
এছাড়াও ভোকেশনাল কোর্স, রবীন্দ্রনাথ মুক্ত বিদ্যালয় পাঠকেন্দ্র চালু করেন। প্রধান শিক্ষক হিসাবে যোগদানের সময় ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল ৩৫০, এখন ১৩৫০। ২০১৪ সালে কুমারহাট এই স্কুল উচ্চ মাধ্যমিক স্তরে উন্নতি হয়। এই সমস্ত কৃতিত্ব প্রধান শিক্ষক শেখ নাসারুল গাউসের। এই সম্মান জানার পর তিনি বলেন আমাদের এই স্কুলের ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ দেশ ও সমাজ গড়ার কারিগর এখান থেকে পাশ করে ছাত্রছাত্রীরা সরকারি এবং বেসরকারি জায়গাতে নিজেরা সুপ্রতিষ্ঠিত করবে সারা জীবন আমি চেষ্টা করেছি স্কুলের সেরাটা দেওয়ার। শুরু থেকে আমার স্কুলের ধ্যান ধারণা চিন্তা ছিল স্কুলের মান উন্নয়নের ব্যাপারে এলাকার মানুষের সর্বদা সহযোগিতা পেয়েছি তাদের কাছে আমিও কৃতজ্ঞ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct