আপনজন ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় নিরাপত্তা বাহিনীর ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। হুইলা বিভাগের একটি গ্রামীণ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানান, শুক্রবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে হামলার এ ঘটনা ঘটেছে। দেশটির এই প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের পর দেশের ভেতরে প্রায় ৬০ বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটিয়ে ‘পুরোপুরি শান্তি’ আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এক টুইটার পোস্টে পেত্রো বলেন, আমি হুইলার সান লুইসে বিস্ফোরকযোগে চালানো হামলাটিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। সেখানে ৭ পুলিশ নিহত হয়েছে। তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ড স্পষ্ট নাশকতা। আমি কর্তৃপক্ষগুলোকে তদন্ত শুরু করার জন্য ওই এলাকায় যেতে বলেছি। দেশটির পুলিশের সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, বহনকারী গাড়িতে বিস্ফোরকের আঘাতে ওই কর্মকর্তারা নিহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct