আপনজন ডেস্ক: এবার বিয়ের প্রতারণায় জড়াল এক মহিলা। বরপক্ষকে ফাঁদে ফেলে বিয়ের নামে টাকাপয়সা হাতিয়ে পালিয়ে যেত ভুয়া কনেপক্ষ। পাঞ্জাবে এমনই এক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা দর্শনা দেবী ছেলে রবি কুমারের জন্য পাত্রী খুঁজছিলেন। ওম প্রকাশ ও জসবিন্দর গিল নামে দুই ব্যক্তির মাধ্যমে পছন্দসই কনের সন্ধানও পান। তারা জানান, দীপ নামে ওই পাত্রী পাঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা। দর্শনা দেবীর দাবি, কনের সন্ধান দেওয়ায় ওম ও জসবিন্দরকে শুরুতেই ৩১ হাজার টাকা দিতে হয়েছিল। গত মঙ্গলবার ফিরোজপুরে ছিল আনুষ্ঠানিক বিয়ে। আইনি কাজ সারতে কনে ও তার বাড়ির লোকের পরিচয়পত্র চাওয়া হয়। তখন মিত অরোরা ও তারা অরোরা নামে দুটি পরিচয়পত্র দেওয়া হয় বরপক্ষকে। কিন্তু সেগুলো দেখে পুরোহিত দাবি করেন, আগের দিন একই নাম ব্যবহার করে একজনকে বিয়ে দিয়েছেন তিনি। একথা শুনে সন্দেহ হয় বরপক্ষের। পরে পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশ বুঝতে পারে, দর্শনা ও তার ছেলের সঙ্গে প্রতারণা করা হয়েছে। পুরোহিত না চিনতে পারলে টাকা-গয়না নিয়ে পালিয়ে যেতো প্রতারক চক্র। এ ঘটনায় ওম প্রকাশ, বীণা শর্মা, নেহা, জসবিন্দর সিং, দীপ, তারা অরোরা ও মিত অরোরা নামে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তরা এ ধরনের কতগুলো প্রতারণার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।