এহসানুল হক, বসিরহাট, আপনজন: এক এক করে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেল এক বিংশ শতাব্দীতে ফের কুসংস্কার এর প্রতি বিশ্বাস রাখে এখনো মানুষ? কলার ভেলায় মৃত ব্যক্তিকে চাপিয়ে ভাসিয়ে দেওয়া হল সাপে কাটা রোগীকে। ফের জীবিত ভাবে ফিরে আসবে বলে এই বিশ্বাসে। এমনই ছবি দেখা গেল উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের সন্দেশখালি থানার খুলনা গ্রাম পঞ্চায়েতে১৭৫ নম্বর বুথে। বছর ৪৫ এর স্বপন মৃধা গতকাল বৃহস্পতিবার রাত্রিবেলা পুকুরে হাত পা ধুতে গিয়েছিলেন।ঠিক সেই সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় মারে ।ঘরে আসতেই তার সারা শরীরে জ্বালা শুরু হয়ে যায়। তড়িঘড়ি করে প্রথমে খুলনা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তারপর অবস্থা খারাপ হতেই কলকাতা আরজিকরে গাড়ি নিয়ে গেলেই ভোরবেলায় মৃত্যু হয় স্বপনের। মৃত ব্যক্তি বাড়িতে ফিরিয়ে এনে ওঝার শরণাপন্ন হয় মৃতের পরিবার। মানুষ তাকে রীতিমতো ফুলের মালা ধুপ ধুনো দিয়ে কলার ভেলায় তৈরি করে ডাসা নদীতে ভাসিয়ে দিল। বিশ্বাস মৃত ব্যক্তি জীবিত হয়ে ফিরে আসবে।
সুন্দরবনে এখনো যে মানুষ প্রাচীন কুসংস্কারের আবদ্ধ জালে নিমজ্জিত আছে তা আরও একবার প্রমাণ হলো। একবিংশ শতাব্দীতে যখন মানুষ আধুনিকতা বিজ্ঞান মনস্কতার মধ্য দিয়ে জীবন অবিবাহিত করছে। তারপরও এক অন্য প্রান্তে সুন্দরবনের প্রান্তিক জায়গায় যেখানে হাসপাতাল মৃত সঞ্চয়পত্র দেয়ার পরও কুসংস্কার ওপরে বিশ্বাস থেকে কলার ভেলায় চাপালো, সেই ছবি আরো একবার দেখা গেল। এদিন পরিবারের সঙ্গে কথা বললে জানতে পারা যায়, তাদের বিশ্বাস কলার ভেলায় ভাসিয়ে দিলে ভগবান তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেবে। এই আশায় বুক বেঁধে তাকে ডাসা নদীতে ভাসিয়ে দেওয়া হলো।ভেলাটি দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায় নদী তীরে ৷ একুশ শতকে দাঁড়িয়ে পুরাণ কাব্যের ছায়ায় রীতিমত হইচই পড়ে গিয়েছে পুর এলাকায় । যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আজও কত মানুষ কুসংস্কারাচ্ছন্ন ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct