জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: গোপন সূত্রে খবর পেয়ে ট্রাক্টর বোঝাই কাঠ বাজেয়াপ্ত করল ঝালদা বন দপ্তর। জানা যায় মঙ্গলবার রাতে পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের কলমা বিটের কিরিবেড়া গ্রামের কাছে অভিযান চালান ঝালদা রেঞ্জের কর্মীরা। তারপেরই আটক করা হয় কাঠ সহ একটি নম্বার বিহীন ট্রাক্টর। ঝালদা বনদপ্তর সূত্রে খবর ,বাজেয়াপ্ত কাঠের বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। দপ্তরের দাবী , মঙ্গলবার গোপন সূত্রে খবর আসে ,কিরিবেড়া গ্রামের জঙ্গলের কাছে বিপুল পরিমান কাঠ ট্রাক্টরে তোলা হচ্ছে। তারপরেই তড়িঘড়ি রেঞ্জ অফিস থেকে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কর্মীরা পৌঁছানোর আগেই অবশ্য গাড়ি ছেড়ে চম্পট দেন চালক সহ অন্যান্যরা। ডিএফও পুরুলিয়া দেবাশীষ শর্মা জানান , সম্ভবত পাচারের জন্য কাঠ মজুত করা হয়েছিল। সেই চেষ্টা সম্পূর্ণ রুখে দেওয়া হয়েছে। বিধি মোতাবেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন দফতরের ঝালদা রেঞ্জ সূত্রে খবর , যে গাড়িটি আটক করা হয়েছে তার মালিক কে নোটিশ পাঠানো হবে। সম্প্রতি কিছুদিন আগেই ঝালদা খামার বিটের শ্যামনগরের কাছে সুবর্ণরেখার নদী ঘাট থেকে কাঠ উদ্ধার করেছিল ঝালদা বন দপ্তর। ঝালদা বন দপ্তর সূত্রে জানা যায় অবৈধ কাঠের পাচার রুখতে নিয়মিত এই ধরণের অভিযান চলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct