আপনজন ডেস্ক: ২০২০ সালের সাধারণ নির্বাচনে জালিয়াতি, নির্বাচনি কর্মকর্তাদের হুমকি এবং আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু কিকে। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এ নেত্রীকে নির্বাচনে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করে শুক্রবার তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন জান্তাশাসিত মিয়ানমারের একটি আদালত। খবর রয়টার্সের। ২০২০ সালের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছিল সু কির দল এনএলডি, যা মিয়ানমারের সামরিক বাহিনীর কর্তৃত্বকে ঝুঁকিতে ফেলে দিয়েছিল। রয়টার্স জানিয়েছে, সু কির সঙ্গে তার দলের নেতা, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকেও একই শাস্তি দেওয়া হয়েছে এ মামলায়। গত বছর ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে সু কির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এর পর সু কি ও তার দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করে একের পর এক মামলা দেওয়া হয়। তখন থেকেই বন্দি আছেন শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী সু কি। ইতোমধ্যে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে উসকানি দেওয়া, করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ, অবৈধভাবে ওয়াকিটকি ব্যবহার এবং ঘুষ নেওয়াসহ কয়েকটি অভিযোগে ইতোমধ্যে ১৭ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে ৭৬ বছর বয়সি এ নেত্রীকে।
মিয়ানমারের রাজধানী নেইপিদোয় সামরিক জান্তার বিশেষ আদালতে সু কির রুদ্ধদ্বার বিচার হচ্ছে। গণমাধ্যমকে এ বিচার প্রক্রিয়ার খবর জানানো হচ্ছে না এবং সু কির আইনজীবীদেরও সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct