অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলার দুই মহকুমা জুড়ে পালিত হল ‘পুলিশ দিবস’। বৃহস্পতিবার গঙ্গারামপুর থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক বাইক মিছিল ঞয়। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পল্লব ঝাঁ, গঙ্গারামপুর থানার ট্রাফিক ওসি পার্থ ঝাঁ সহ গঙ্গারামপুর থানার পুলিশ কর্মী ও সিভিক সিভিক ভলেন্টিয়াররা। অন্যদিকে, ‘পুলিশ দিবস’-এ বালুরঘাট থানার উদ্যোগে বাইক মিছিল গোটা শহর পরিক্রমা করে। সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে । উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক মিত্র, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ নাসিম, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ সহ আরো অনেকে।
এদিন নিজের বক্তব্যের শুরুতে জেলা পুলিশ সুপার রাহুল দে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি পুলিশ দিবস হিসেবে দিনটি কেন পালন করা হয় সেই বিষয়ে আলোকপাত করেন তিনি। এ বিষয়ে ট্রাফিক ওসি পার্থ ঝাঁ জানান, ‘পুলিশ দিবস’ উপলক্ষে আজ আমরা বাইক র্যালি করেছি। যারা হেলমেট ছাড়াই রাস্তায় বেরিয়ে ছিলেন তাদেরকে হেলমেট পরিয়ে এবং একটি করে গোলাপ ফুল দিয়ে হেলমেট পড়বার বিষয়ে সচেতনতার বার্তা দিয়েছি। পাশাপাশি গাড়ির চালকদের সিটবেল্ট পরে এবং হেডফোন কানে না লাগিয়ে গাড়ি চালানোর বার্তা দিয়েছি। কিছু দুস্থ মানুষের মাঝে আমরা বস্ত্র বিতরণ করেছি ।পাশাপাশি কিছু বয়স্ক মানুষের বাড়িতে আমরা খাবারও পৌঁছে দেবার ব্যবস্থা করেছি এই দিনটিকে সামনে রেখে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct