আপনজন ডেস্ক: দারুণ ছন্দে রয়েছেন নেইমার। নতুন মৌসুমে পিএসজির ৬ ম্যাচে ৯ গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা। অ্যাসিস্ট ৬টি। বুধবার ফরাসি লিগ ওয়ানের ম্যাচে তুলুজের বিপক্ষেও গোল পেয়েছেন নেইমার। এতে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রেকর্ড ভেঙেছেন তিনি। নেইমারের রেকর্ডগড়া ম্যাচে ৩-০ গোলের জয় পায় পিএসজি। ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা ১৬ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টের কীর্তি গড়েছেন নেইমার। টানা ১৫ ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ডটি ছিল মেসি ও রোনাল্ডোর। নেইমারের গোলের পর লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। তৃতীয় গোলটি আসে জুয়ান বের্নেতের পা থেকে। আর জোড়া অ্যাসিস্ট করেন মেসি। এই ম্যাচে রেকর্ড হয় পিএসজিরও।
ফরাসি লিগ ওয়ানে ৬৩ বছর পর মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে ২১ গোল করার কীর্তি দেখালো লা প্যারিসিয়ানরা। ১৯৫৯-৬০ মৌসুমে রেসিং ক্লাব ডে ফ্র্যান্স ফুটবল (আরসি প্যারিস) এই রেকর্ড গড়েছিল। বুধবার তুলুজের মাঠ মিউনিসিপাল স্টেডিয়ামে গোটা ম্যাচে আধিপত্য দেখায় পিএসজি। ৬৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ২০টি শট নেয় সফরকারীরা। যার মধ্যে ১৩টি শট ছিল লক্ষ্যে। ৩৭ শতাংশ বল দখলে রাখা তুলুজ ১৪টি শটের ৭টি রাখে লক্ষ্যে। অষ্টাদশ মিনিটে নুনো মেন্দেজের পাস বক্সের বাইরে খুঁজে পায় মেসিকে। আর্জেন্টাইন সুপারস্টারের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। সাত মিনিট পর বক্সের ভেতর থেকে মেসির শট ঝাঁপিয়ে ঠেকান তুলুজ গোলরক্ষক ম্যাক্সিম ডুপে। ৩৬তম মিনিটে এমবাপ্পেকে হতাশ করে জাল অক্ষত রাখেন এই ফরাসি গোলরক্ষক। এক মিনিটের ব্যবধানে অবশ্য নেইমারের কাছে পরাস্ত হন ম্যাক্সিম। মেসির থ্রু বল ধরে দারুণ শটে লক্ষ্যভেদ করে ব্রাজিলিয়ান তারকা। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে বদলায় সিদ্ধান্ত। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে মেসির ফ্রি কিক ঝাঁপিয়ে ঠেকান তুলুজ গোলরক্ষক ম্যাক্সিম। পরের মিনিটে মেসির পাসে ব্যবধান বাড়ান এমবাপ্পে। শেষ মুহূর্তে স্কোরলাইন ৩-০ করেন পিএসজির স্প্যানিশ ডিফেন্ডার জুয়ান বের্নেত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct