আপনজন ডেস্ক: দিনের পর দিন ফ্রিজ ব্যবহারের ফলে তাতে দুর্গন্ধ হতে শুরু করে। বিশেষ করে ফ্রিজে কাঁচা মাছ, মাংস বা রান্না করা খাবার থেকে দুর্গন্ধ হয়। এই সমস্যার সমাধান করতে চাইলে মানতে হবে কিছু টিপস।এর ফলে আপনার ফ্রিজে কমবে দুর্গন্ধ। সবার আগে একটা জিনিস করবেন, সেটা হল ফ্রিজে অনেক দিন খাবার জমিয়ে রাখবেন না। কাঁচা মাছ, মাংস ভালো করে ধুয়ে টিফিন বক্সে রেখে তবে ডিপ ফ্রিজে রাখুন। একইভাবে শাক-সবজিও রেখে দিন। মাছ, মাংস বা শাক-সবজি অনেকদিন ফ্রিজে রেখে দেবেন না। ধনে পাতা, পুদিনা পাতা, মূলো ইত্যাদি খোলা অবস্থায় রাখবেন না। ফ্রিজে খাবার সবসময় ডেকে রাখবেন। ফ্রিজের প্রতিটি তাক খুলে ডিশ ওয়াশার দিয়ে সমস্ত তাক ধুয়ে নিন। একটি পাত্রে জল নিয়ে তাতে ভিনিগার মেশান। কাপড় ভিজিয়ে ফ্রিজের ভিতর ভালো করে মুছে নিন। ঘষে ঘষে দাগ তুলে দেবেন। এভাবে ভিনিগার ভেজানো কাপড় দিয়ে ফ্রিজের ভিতর মুছুন। শেষে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ফ্রিজের ভিতর মুছে নিন। ফ্রিজের দরজা বন্ধ করবেন না, খোলা রাখুন। সম্ভব হলে প্রতি সপ্তাহে একবার করে ফ্রিজ পরিষ্কার করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct