আপনজন ডেস্ক: সার্কেল ফিচারের আপডেট পাঠানো শুরু করেছে টুইটার। যার ফলে টুইট ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন কোন কোন ব্যক্তি তাঁদের টুইট দেখতে পাবেন। একটি সার্কেলে ১৫০ জনকে যুক্ত করা যাবে। তবে সবাইকে আপনার অনুসারী হতেই হবে এমন কোনো কথা নেই। সার্কেলে যুক্ত করা বা বের করারও সুযোগ থাকবে। তবে সার্কেলে পোস্ট করা টুইট রিটুইট বা শেয়ার করা যাবে না। গ্রুপ অথবা সার্কেলে থাকা ব্যবহারকারীরা আগের সব টুইটও একত্রে দেখতে পারবেন। এর আগে স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের স্টোরিজেও সার্কেল ফিচার দেখা গিয়েছে। এই ফিচার যুক্ত হওয়ার ফলে টুইটারে কোনো কিছু পোস্ট করার আগে সার্কেল অথবা ফলোয়ার তালিকায় থাকা মানুষের সঙ্গে টুইট শেয়ারের অপশন থাকবে। টুইটার অ্যাকাউন্ট পাবলিক হলেও টুইট ও টুইটের রিপ্লাইগুলো সার্কেলের বাইরে কেউ দেখতে পাবে না। সার্কেল ফিচারটির আপডেট সব অ্যানড্রয়েড, আইওএস ব্যবহারকারীর কাছে পৌঁছে যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct