সেক আনোয়ার হোসেন, এগরা: আগুন লাগল আচমকা এগরা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে। হাসপাতালের শয্যা ছেড়ে পালাতে থাকেন রোগীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। রোগীর আত্মীয় সহ হাসপাতালের কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত ছড়াতে পারেনি।দ্রুত দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। দমকল সূত্রে জানা যায়, প্রসূতি বিভাগে অক্সিজেনের পাইপ থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ হাসপাতালের প্রসূতি বিভাগের একটি শয্যার কাছে আচমকা আগুন দেখতে পাওয়া যায়। আগুন ছড়িয়ে পড়ে এক প্রসূতির শয্যায়। তার জেরে ওই শয্যায় থাকা প্রসূতির কাপড়চোপড় পুড়ে যায়। তাঁকে দ্রুত সরিয়ে নেন পরিজনেরা।ওই বিভাগে প্রসূতিদের পাশাপাশি শিশুরাও ছিল।
ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই বিভাগে।অন্যান্য প্রসূতিদের দ্রুত সরিয়ে নিয়ে যান তাঁদের আত্মীয় পরিজনরা। এমন পরিস্থিতিতে হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতালে। নমিতা দাস নামে এগরার এক মহিলা তিনি বলেন, ‘’আমার মেয়ে এবং সদ্যোজাত নাতিকে নিয়ে একটি শয্যায় বসেছিলাম। আচমকা একটি শয্যায় আগুন ধরে যায়। সেই খবর শুনে আমরা হুড়োহুড়ি করে বেরোতে যাই। তাতে কিছুটা চোট পেয়েছি।মেয়ে এবং নাতি ভাল আছে। হঠাত্ কী ভাবে আগুন ধরে গেল তা বুঝতে পারছি না।’’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct