আজিম শেখ, বীরভূম: ১৯৫৯ সালের ঐতিহাসিক খাদ্য আন্দোলনের অমর শহীদদের স্মরণে “অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান—আমার জন্মগত অধিকার”, “চোরকে চোর বলা, জেলে ভরার আওয়াজ তোলা আমার নাগরিক কর্তব্য” —এই শ্লোগানকে সামনে রেখে আজ ৩১ আগষ্ট বুধবার সিপিআই(এম)’র আহ্বানে সকাল ৯ টায় কড়কড়িয়া মোড় (সাহাপুর গ্রাম পঞ্চায়েত, রামপুরহাট ব্লক ২ ) থেকে আটলা মোড় পর্যন্ত এক মহামিছিল অনুষ্ঠিত হয়।মিছিল উপস্থিত ছিলেন সঞ্জীব বর্মন, ধীরেন লেট, সঞ্জীব মল্লিক সহ আরো অনেকে। মিছিল শেষে আটলা মোড়ে অনুষ্ঠিত হয় বিক্ষোভ পথ সভা।সেই সভা শেষে বলা হয় পশ্চিমবাংলায় তৃণমূলের কোনো চোরকে জেলে না ঢোকানো পর্যন্ত বিশ্রামের কোন সুযোগ নেই, পাথর চোর, বালি চোর, কয়লা চোর ,পঞ্চায়েতের ত্রিপল চোর ,সমস্ত রকম চোরকে জেলে ঢোকাতে হবে।।
আর এই সমস্ত চোররা কালীঘাটে প্রশ্রয়ে কালীঘাটে ভাগের টাকা পৌঁছে দিয়ে চুরি করার প্রশ্রয় পেয়েছে, অর্থাৎ এই চোরদের মাথা পিসি এবং ভাইপোকেও জেলে পৌঁছাতে হবে এই নিয়ে এই মিছেলের আয়োজন করা হয়। আনুমানিক ২০০০ লোক এই মিছিলে অংশগ্রহণ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct