আয়ুব রানা, ঢাকা: সারা বিশ্বে যখন তেলের দাম ৫৮ থেকে ৬০ টাকা তখন মিথ্যের বেসাতি খুলে বসেছে সরকারের একটি অংশ, তাদের মধ্যে একশ্রেণির রাষ্ট্র ও গণবিরোধী মন্ত্রী-আমলাদের কারণে জ্বালানি তেলের দাম কমছে না বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। জ্বালানি তেলের দাম মাত্র ৫ টাকা কমানোর প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশ ও পতাকা মিছিল কর্মসূচিতে বক্তারা উপরোক্ত কথা বলুন। জাতীয় প্রেসক্লাবের সামনে ৩১ আগস্ট বেলা ১১ টায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষক বন্ধু আবদুল মান্নান আজাদের উদ্বোধনী বক্তব্যর মধ্য দিয়ে শুরু হওয়া এই সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শান্তা ফারজানা, আবুল হোসেন, নিপুন মিস্ত্রী, মামুনুর রশীদ, রুবেল আকন্দ, সিয়াম বাসার, আল আমিন মুন্না প্রমুখ। এসময় বক্তারা বলেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমানোর মধ্য দিয়ে করোনা পরিস্থিতিতে জনগণের পক্ষে না থেকে বরং বিপদে ফেলে দেয়াটা চরম অন্যায়। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কার্যকরী পদক্ষেপের দাবি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct