মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: বর্ধমানে সি পি এমের আন্দোলন বার বার লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। সিপিআইএম এর আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বর। সেখানে পুলিশকে ফেলে পেটানো হয় সাংবাদিকদের ইঁট ছোড়া হয়। এর আগে কয়েকবার এই রকম ধুন্ধুমার আন্দোলন দেখা গিয়েছিল। উল্লেখ্য আজ পূর্ব বর্ধমান জেলা সিপিআইএম এর পক্ষ থেকে আইন অমান্য কর্মসূচীর ডাক দেওয়া হয়। প্রথম পর্যায়ে বর্ধমানের বড়নীলপুর মোড় ও বর্ধমান স্টেশন উভয় জায়গায় জমায়েত হয় বামপন্থী সংগঠনের হাজার হাজার কর্মী সমর্থকরা । স্টেশন চত্ত্বরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন অচিন্ত্য মল্লিক । এবং বড়নীলপুরে সভায় বক্তব্য রাখেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহঃ সেলিম । এরপর জেলাশাসকের দপ্তরে আইন অমান্য কর্মসূচী ও জমায়েতের ডাক দেওয়া হয়। তবে নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয় পুলিশের পক্ষ থেকে। বিশাল বেশ কয়েকটি ব্যারিকেড তৈরি করে পুলিশ জেলাশাসকের দপ্তরের সামনে । তবে সিপিআইএমের কর্মী সমর্থকরা প্রথম ও দ্বিতীয় ব্যারিকেড ভেঙে জেলা শাসক দপ্তরে প্রবেশ করার চেষ্টা করে। চলে ইট বৃষ্টি কর্মীদের। পুলিশের পক্ষ ফাটানো হয় কাদানে গ্যাস। ছোড়া হয় জল কামান।
কার্যত ব্যাপক ভাঙচুর চালায় সিপিআইএম কর্মী সমর্থকেরা। কার্জন গেট চত্তরের বিভিন্ন এলাকায় চালানো হয় ভাঙচুর ভেঙে ফেলা হয় বিশ্ব বাংলা লোগো।পুলিশকে ফেলে পেটায় সিপিএম কর্মীরা ।
পুলিশ এবং সাংবাদিকদের লক্ষ্য করে চলে ইট বৃষ্টি একরকম ইট বৃষ্টির কাছে অসহায় হয়ে পড়ে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct