আপনজন ডেস্ক: আফগানিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে ২০২২ এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে ভারত। দুবাইয়ে হংকংকে ৪০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়ে ‘এ’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল। ভারত এবারের এশিয়া কাপ শুরু করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে। পাকিস্তানের বিপক্ষে ব্যর্থ সূর্যকুমার যাদবের ব্যাটে আজ ঝড় উঠেছে। ১০ ইনিংস পর ভারতের জার্সিতে বিরাট কোহলি প্রথমবার ফিফটি পেলেও ম্যাচসেরা হয়েছেন সূর্যকুমারই। কোহলির ৫৯ রানের ইনিংস যে ম্লান সূর্যকুমারের ৬৮ রানের ইনিংসে।
লোকেশ রাহুলের আউটের পর সূর্যকুমার যখন ব্যাটিংয়ে নামলেন ১৩ ওভারে ভারতের রান ২ উইকেটে ৯৪, কোহলি অপরাজিত ৩৩ রানে। শেষ ৭ ওভারে ৯৮ রান তুলে সেই ভারতই ইনিংস শেষ করল ২ উইকেটে ১৯২ রানে। মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই চার, সূর্যকুমার শেষ পর্যন্ত অপরাজিত ২৬ বলে ৬৮ রানে। এর ২৬ রানই তিনি নিয়েছেন শেষ ওভারে। খুব কাছ থেকে সূর্যকুমার-ঝড় দেখা কোহলি অপরাজিত ছিলেন ৪৪ বলে ৫৯ রানে। কোহলি মেরেছেন ৩টি ছক্কা। টস জিতে ফিল্ডিং নিয়ে একটু অবাকই করে দিয়েছিলেন হংকং অধিনায়ক নিজাকাত খান। তবে তাঁর বোলাররা শুরুতে ঝড় তুলতে দেননি ভারতীয়দের। ভারত অধিনায়ক রোহিত শর্মা ১৩ বলে ২১ করলেও আরেক ওপেনার লোকেশ রাহুলের ব্যাটে ঠিক টি-টোয়েন্টির আমেজ ছিল না। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৩৯ বলে ৩৬ রান করেছেন রাহুল। দলকে ৩৮ রানে রেখে ফেরা রোহিত টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে কালই সাড়ে ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। রোহিতের বিদায়ের পর রাহুলকে নিয়ে ৪৯ বলে ৫৬ রান যোগ করেন কোহলি। রাহুলের বিদায়ের পর ১৬ বলে ২৬ রান করেও শেষ পর্যন্ত সূর্যকুমারের আলোয় ম্লান হলেন তিনি। ২৬ বলের ইনিংসে ৬টি করে চার ও ছক্কা মেরেছেন সূর্যকুমার। ৬ ছক্কার ৪টিই মেরেছেন হংকংয়ের পেসার হারুন আরশাদের করা শেষ ওভারে। ওভারের প্রথম তিন বলেই ছক্কা মারা সূর্যকুমার যুবরাজ সিংয়ের ছয় ছক্কা না মরাতে পরলেও একটি রেকর্ড করেছেন। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ইনিংসের শেষ ওভারে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন তাঁর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct