সুব্রত রায়, কলকাতা: বুধবার সিবিআই, ইডি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রতিহিংসা না প্রকাশ্যে হিংসা! আমি আগেই বলেছিলাম আমি সমাজ সেবা করতে রাজনীতিতে এসেছিলাম। এই রকম নোংরা রাজনীতি দেখলে আগেই রাজনীতি ছেড়ে দিতাম। কয়লা কার? গোরু কার? সব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে। যদি আমাদের সাহায্য চায় বলুন সাহায্য করব। কখনও উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি হয়ে গাড়ি আসছে। সব তদন্ত হোক। ১১ বছর হল ক্ষমতায় এসেছি। তার আগে কী হয়েছে খবর নিয়ে দেখুন।” মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না। আমরা কারও খাই না, কারও পরি না। জেনে বুঝে কারও ক্ষতি করিনি। রক্তপাতে আমার ভয়। মশা মারতেও ভয় পাই। আমাদের অপমান করা হচ্ছে।”
এদিন নিজের মন্তব্য 'ব্ল্যাকমেলিং পলিটিক্স'-এর প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা আমাদের প্রাপ্য টাকাটাও পাচ্ছি না। এখন তো একটাই ট্যাক্স জিএসটি। সব রাজ্য থেকে নিয়ে যাচ্ছে। আর আমাদের প্রাপ্যটা দিচ্ছে না।" সেটিং প্রসঙ্গে বিরোধীদের এক হাত নিয়ে মমতা বলেন, দিল্লিতে প্রাপ্য টাকা চাইতে গিয়েছি ।কিন্তু দিল্লিতে গিয়ে দরবার করলেই নানা ধরনের কুৎসা করে বিরোধীরা । রাজ্যের প্রাপ্য টাকা চাইতে সেখানে যাই আমি। কোন সেটিং করি না । আর তা করি না বলেই, আমার চোখ, মাথা, এবং ব্রেন সহ দেহের কোন অংশ আঘাত থেকে বাদ নেই, যেখানে আক্রমণ করা হয়নি। আমার কাছেই সকলে সেটিং করতে আসে ।বুধবারে এ ভাবেই বিরোধীদের কুৎসার জবাব দেন মমতা।
পারিবারিক সম্পত্তি বৃদ্ধির মামলায় বিরোধিতা করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমি রাজস্ব সচিব ও মুখ্য সচিবকে তার নামে থাকা সম্পত্তি তদন্ত করার নির্দেশ দেন ।অভিযোগ প্রমাণিত হলে বুলডোজার দিয়ে তা ভেঙে ফেলার কথা বলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct