এহসানুল হক, বসিরহাট: মাওলানাবাগ দরবার শরীফের আরাফ ফাউন্ডেশন ১৩তম বর্ষে পদার্পণ করলো। সেই উপলক্ষ করে পদযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বুধবার সকাল দশটা নাগাদ বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফ থেকে কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে পদযাত্রা শুরু হয় আরাফ ফাউন্ডেশনের। এই পদযাত্রায় পা মেলান আরাফ ফাউন্ডেশন এর কর্ণধার পীরজাদা খোবায়েব আমিন, দরবার শরীফের পীরজাদা শরফুল আমিন, উপস্থিত ছিলেন সিরাত ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান, ভবানীপুর খারিজী মাদ্রাসার সম্পাদক মাওলানা ইয়াকুব আলী সহ একাধিক নেতৃত্ব। এদিন মাওলানা দরবার শরীফে জমায়েত হয় হাজারো মানুষ। প্রথমে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের কবর যিয়ারতের মাধ্যমে পদযাত্রার সূচনা হয়। তারপর রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহের কবরের পাশস্থ্য এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় বৃক্ষরোপণ করেন পীরজাদা খোবায়েব আমিন ও পীরজাদা সরফুল আমীন সহ একাধিক বিশিষ্টজনেরা। এদিন তিন কিলোমিটার পদযাত্রা হয়। বসিরহাট শহর পরিক্রমা করে শেষ হয় মাওলানাবাগ দরবার শরীফে। পদযাত্রা শেষে বসিরহাট টাউন হলে মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন আরাফ ফাউন্ডেশনের কর্ণধর পীরজাদা খোবায়েব আমীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা এক এক করে ১৩ বছরে পদার্পণ করলাম। অসহায় দুঃস্থ মানুষদের পাশে আরাফ ফাউন্ডেশন সব সময় রয়েছে এবং থাকবে।
বিগত আমফান ঝড় থেকে শুরু করে বিভিন্ন বিপর্যয়ে আরাফ ফাউন্ডেশন ব্যাপকভাবে ভূমিকা রেখেছিলেন। আরাপ ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিভিন্ন ব্লকে ব্লকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছে। আমরা চাই আরাফ ফাউন্ডেশন এর মাধ্যমে অসহায় দুঃস্থ মানুষ একটু এগিয়ে যাক। আমরা তাদের পুরোপুরি সুবিধা দিতে না পারলেও একটু হলেও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তিনি বলেন ,হিন্দু- মুসলিমের ভেদাভেদ ভুলে গিয়ে বসিরহাটের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এদিন সিরাত সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান বলেন, আরাফ ফাউন্ডেশন বরাবরই বিভিন্ন কর্মকাণ্ড সঙ্গে জড়িত । আমার জ্ঞান মতে আরাফ ফাউন্ডেশন যেভাবে মানুষের কাজ করছে আমাদের শুভেচ্ছা রইল আরাফ ফাউন্ডেশন আরো এগিয়ে যাক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct