আপনজন ডেস্ক: লিভারপুলের বিপক্ষে বিশাল ব্যবধানে হারই কাল হলো বোর্নমাউথ কোচ স্কট পার্কারের। ৯-০ গোলে হারের পর তিন দিন যেতে না যেতেই এই ইংলিশ কোচকে ছাঁটাই করল ক্লাবটি। লিগে এখন পর্যন্ত বোর্নমাউথ খেলেছে মাত্র চার ম্যাচ। আর লিগ শুরুর প্রথম মাসেই বরখাস্ত হতে হলো পার্কারকে, ইংলিশ প্রিমিয়ার লিগে গত ১৮ বছরে যা কখনো দেখা যায়নি। অ্যানফিল্ডে শনিবার ৯ গোল হজম করে বোর্নমাউথ। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতির পর বোর্নমাউথ ম্যাচে ফিরতে তো পারেইনি, উল্টো গোল খেয়েছে আরও ৪টি। লিভারপুলের ইতিহাসে প্রিমিয়ার লিগে এটি সবচেয়ে বড় জয়। এর আগে ৯ গোল করার রেকর্ড ছিল শুধু ম্যানচেস্টার ইউনাইটেড ও লেস্টার সিটির। ইউনাইটেড দুবার ৯ গোল করেছে।
লিভারপুলের বিপক্ষে সেই হারের পর পার্কার অভিযোগ করেছিলেন, নতুন খেলোয়াড় কিনতে ক্লাব পর্যাপ্ত অর্থ ব্যয় করেনি। বলেছিলেন, এমন হারে তিনি খুব বেশি বিস্মিত নন। ১৪ মাস আগেই বোর্নমাউথের দায়িত্ব নিয়েছিলেন ৪১ বছর বয়সী এই ইংলিশ কোচ। শেষটা সুখকর না হলেও তাঁর অধীনই প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে বোর্নমাউথ। প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারায় ২-০ গোলে। কিন্তু পরের তিন ম্যাচে হজম করে ১৬ গোল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct