সুব্রত রায়, বোলপুর: ফের বোলপুরে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইইয়ের। বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনের বাড়িতে গিয়ে তাঁকে আটক করল তদন্তকারী আধিকারিকরা। বিশ্বজ্যোতি এলাকায় অনুব্রতের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত। তৃণমূল নেতার বিভিন্ন কাজের দেখাশোনার দায়িত্বে ছিলেন এই কাউন্সিলর। তাঁকে অনুব্রতের বাড়িতেও যে কোনও সময় দেখা যেত। এবারেই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি। অন্য দিকে, কাউন্সিলরের বাড়ির পাশাপাশি সুদীপ রায় বলে আর এক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতেও গিয়েছে সিবিআই। যদিও তাঁর পরিচয় এখনও সঠিক ভাবে পাওয়া যায়নি। সূত্রের খবর, তিনি বোলপুর পুরসভার কর্মী। এখানেই শেষ নয়,অনুব্রতের চাটার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির বাড়িতেও সিবিআই আধিকারিকরা গিয়েছেন বলে খবর। সূত্রের খবর, তৃণমূল নেতার ঘনিষ্ঠ আরও বেশ কয়েকটি বাড়িতে যাচ্ছেন তদন্তকারীরা। এর মধ্যে রয়েছেন সুজিত দে নামে এক ব্যবসায়ীও।গরু পাচার মামলায় আসানসোল জেলে অনুব্রত মণ্ডল ও সেহগালকে জিজ্ঞাসাবাদের পর বীরভূমের বোলপুরে পৌঁছেছে সিবিআই দল।
সকাল ৭টা নাগাদ বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত তিনটি আলাদা এলাকায় অভিযান চালায় সিবিআই। অনুব্রতোর কাছের ১৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোলন কুমার দে, বিশ্ব জ্যোতি ব্যানার্জি এবং সুদীপ রাইয়ের বাড়িতে পৌঁছন, CBI টিম। তাঁদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গরু পাচার মামলায় অনুব্রতো মণ্ডলের তিন ঘনিষ্ঠ আত্মীয়কে জেরা করেন সিবিআই অফিসাররা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সিবিআইয়ের চার সদস্য বিভিন্ন জায়গায় হানা দেন। গরু চোরাচালান মামলায় বড় উদঘাটনের সম্ভাবনা রয়েছে বলে সিবিআই সূত্রের খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct