নিজস্ব প্রতিবেদক, ইটাহার: উত্তর দিনাজপুর জেলার ইটাহারের মাইনোরিটি হলে অনুষ্ঠিত হলো ‘সদ্ভাবনা মঞ্চ’-এর বিশেষ আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদ্ভাবনা মঞ্চের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার রাজ্য সম্পাদক শেখ তাহিরুদ্দীন, সদ্ভাবনা মঞ্চের উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি বঙ্গরত্ন অমিত কুমার সরকার, জেলা সদ্ভাবনা মঞ্চের সদস্য জালালুদ্দীন আহাম্মদ, আনন্দ বিহারী বসাক, আব্দুল মালেক, আমানুল্লাহ হক, জাহানারা বিবি, খোরসেদ আলী, জাহাঙ্গীর আলী, আফাজুদ্দীন আহাম্মদ, কাজী আব্দুর রাজ্জাক এবং বিশিষ্ট সমাজকর্মী জনাব আমিরুল ইসলাম প্রমুখ। আনন্দ বিহারী বসাক বলেন,”আমাদের শুধু সদ্ভাবনা মঞ্চের মিটিং-এ আসা-যাওয়া করলেই হবেনা। বরং আমাদের প্রত্যেককে এই ব্যাপারে সক্রিয়ভাবে কাজ করতে হবে।” অমিত কুমার সরকার বলেন,”পুরুষ,মহিলা,তরুন,যুবক, ছাত্র-ছাত্রী সকলকে সদ্ভাবনা মঞ্চের হয়ে কাজ করতে হবে। এমনকি শিশুদের মধ্যেও সদ্ভাবনা মঞ্চের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচীর ধারণার বিকাশ ঘটানোর জন্য বিভিন্নমুখী আয়োজনের উদ্যোগ নিতে হবে।
শেখ তাহিরুদ্দীন সাহেব বলেন, হিন্দু, মুসলিম, খ্রীস্টান, বৌদ্ধ,জৈন,শিখ ,নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সদ্ভাবনা মঞ্চের হয়ে সক্রিয়ভাবে কাজ করে সমাজ,জাতি ও দেশের শান্তি, নিরাপত্তা, প্রগতি, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য উপযুক্ত ভূমিকা পালন করতে হবে। আমরা যে কোনো ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মের উপর ভিত্তি করে যদি ধর্মপ্রাণ হতে পারি, তাহলে আমাদের সমাজ ও দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে ওদেশ সমৃদ্ধ হবে। অবশেষে জনাব জালালুদ্দীন আহাম্মদ সাহেব সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের সদ্ভাবনা মঞ্চের বিশেষ আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct